For Quick Alerts
For Daily Alerts
অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় সেনার হাতে নিহত পাক সেনা
জম্মু–কাশ্মীরে ফের পাকিস্তানী অনুপ্রবেশের চেষ্টা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শনিবার আখনুর ও সুন্দরবনি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা দিয়ে পাক সেনা অনুপ্রবেশের চেষ্টা চালায়। কিন্তু ভারতীয় সেনার যোগ্য জবাবে নিহত হয় দুই সেনা।

সূত্রের খবর, শুক্রবার আখনুর সেক্টরের খাউর ও পল্লানওয়ালা এলাকায় পাক সেনারা গুলি বর্ষণ করে এবং সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে। কিন্তু ভারতীয় সেনার পক্ষ থেকেও যোগ্য জবাব দেওয়া হয়। শনিবার সকালে ভারতীয় সেনা নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে দু’টি দেহ উদ্ধার করে। ওয়্যারলেসে পাক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
যদিও তাদের দেহ দেখে এখনও সনাক্ত করার পদ্ধতি হয়নি, কারণ সীমান্তরেখায় অশান্তি চলছে। সেনার পক্ষ থেকে বলা হয়েছে যে ২০ ও ২১ ডিসেম্বরের মধ্য রাতে পাকিস্তান ও ভারতের মধ্যে গুলি বিনিময় হয়। সেই গুলিতেই নিহত হয়েছে দুই পাক সেনা।