For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী থেকে ছড়াচ্ছে করোনা ভাইরাস? চিনে আতঙ্কের মাঝেই এল গবেষণা রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

চিনে ৪২৬ জনের প্রাণের ইতিমধ্যেই কেড়ে নিয়েছে নভেল করোনা ভাইরাস। আর তার জেরেই আতঙ্ক ছড়িয়ে চিন সহ গোটা বিশ্বে। বিশ্বস্বাস্থ্য সংস্থা হু ইতিমধ্যেই এই ভাইরাস নিয়ে জারি করেছে কড়া সতর্কতা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে , কোন কারণে এই ভাইরাস ছড়াচ্ছে? যার উত্তরে গবেষণার রিপোর্ট ফের আঙুল তুলেছে বাদুড়ের দিকে। দুটি গবেষণা এক্ষেত্রে সামনে এসেছে।

 প্রথম গবেষণা কী বলছে?

প্রথম গবেষণা কী বলছে?


যে সমস্ত গবেষণার রিপোর্ট এখনও পর্যন্ত করোনা নিয়ে সামনে এসেছে তার মধ্যে একটিতে , চিনের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা রোগীদের নিঃশ্বাস-প্রশ্বাস থেকে বেশ কিছু বিষয় উঠে এসেছে। সেখানে দেখা গিয়েছে এই ভাইরাস 'সার্স' বা SARS এর মতো। যা এর আগে বাদুড়ের দেহে পাওয়া গিয়েছিল।

হুবেই প্রভিন্স ও বাদুড়ের স্যুপ নিয়ে জল্পনা

হুবেই প্রভিন্স ও বাদুড়ের স্যুপ নিয়ে জল্পনা

আরও একটি জল্পনা উঠে আসছে বাদুড় ঘিরে , যেখানে বলা হয়েছে, যেহেতু চিনের হুবেই শহরে বাদুড় থেকে ইঁদুড়ের স্যুপ খাওয়ার প্রবণতা রয়েছে , তাই সেখানে এই ভাইরাস চট করে ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

 আরও একটি গবেষণা কী বলছে?

আরও একটি গবেষণা কী বলছে?

আরও একটি গবেষণাও বলছে যে করোনা ভাইরাস ঘিরে SARS এর প্রসঙ্গ উঠে আসছে। মূলত, এই সার্স স্তন্যপায়ীদের দেহে থাকে। এক্ষেত্রে বাদুড়ের দেহে এমন জীবাণু থাকবার প্রবণতা অত্যন্ত বেশি। ফলে মনে করা হচ্ছে, স্বাস্থ্যের পক্ষে বাদুড় অত্যন্ত বিপজ্জনক।

 কিভাবে কমানো যেতে পারে এই ভাইরাসের হানা?

কিভাবে কমানো যেতে পারে এই ভাইরাসের হানা?

করোনা আক্রান্ত যে সমস্ত রোগীরা রয়েছেন , তাঁদের সুশ্রুষার জন্য একটি টেস্ট আবিষ্কার করা হয়েছে। তাতে করোনা ২০১৯-এনসিওভি থেকে বাকি করোনা আক্রান্তদের আলাদা করা যাবে। ২০১৯-এনসিওভি তে আক্রান্ত রোগীদের দেহ থেকে অ্যান্টিবডি নিয়ে এমন করোনার চিকিৎসা সম্ভব বলে মনে করা হচ্ছে। এই অ্যান্টিবডি করোনা ভাইরাসকে শেষ করে দিতে পারে।

English summary
Coronavirus in China may have come from bats says studies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X