For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনসন অ্যান্ড জনসন-এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণের নির্দেশ! কোন পণ্য ঘিরে বিপাকে সংস্থা

জনসন অ্যান্ড জনসন-এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণের নির্দেশ! কোন পণ্য ঘিরে বিপাকে সংস্থা

  • |
Google Oneindia Bengali News

শিশুদের প্রসাধনী হিসাব জনসন-এর ওপর বহু বছর ধরেই ভরসা করে এসেছেন 'মা'য়েরা। শুধু শিশু কেন, বহু প্রাপ্ত বয়স্কও জনসনের পণ্যকে অন্ধ বিশ্বাসের জায়গা দিয়েছেন। আর সেই পণ্য ঘিরেই এবার তোলপাড়।
জনসন অ্যান্ড জনসনের ট্যালকমের পাউডার থেকে ক্যানসার ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ ছিল। আর তা প্রমাণ হতেই, এবার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল মিসৌরি কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আদালত, শিশু প্রসাধনী প্রস্তুতকারক এই সংস্থাকে ২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

জনসন অ্যান্ড জনসন-এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণের নির্দেশ! কোন পণ্য ঘিরে বিপাকে সংস্থা

আদালতের দাবি, জনসনের পণ্যে অ্যাসবেসটসের অংশ থাকছে। যা শিশু শরীরের পক্ষে ক্ষতিকারক। আর তা জেনেশুনে সংস্থা নিজের পণ্যে ব্যবহার করছে। এই ঘটনার জেরেই জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন আদালত।

এদিকে, মার্কিন আদালতের এমন সিদ্ধান্ত ঘিরে পাল্টা মামলার কথা ভাবছে সংস্থা। এর আগে, গত মাসেই সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে ট্যাল্ক নির্ভর বেবি পাউডার প্রস্তুত করা তারা ছেড়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ও কানাডায় এমন বেবি পাউডার প্রস্তপত করা থেকে সংস্থা আপাতত বিরত রয়েছে। ২০১৯ সালে জনৈক ব্যক্তিকে জনসন ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। কারণ তাঁরও দাবি ছিল, জনসন অ্যান্ড জনসন এর পাউডারে ক্যানসার হতে পারে এম উপাদান রয়েছে।

সরকারকে স্বীকার করতে হয়েছে ত্রাণ বিলিতে স্বচ্ছ্বতা কম! সর্বদল বৈঠকের পর দাবি সুজনেরসরকারকে স্বীকার করতে হয়েছে ত্রাণ বিলিতে স্বচ্ছ্বতা কম! সর্বদল বৈঠকের পর দাবি সুজনের

English summary
Cancer-causing talc powder issue, Johnson & Johnson told to pay Rs 200 crore in damages
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X