For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লন্ডনে গ্রেফতারির কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্ত বিজয় মালিয়া

আর্থিক তছরুপের দায়ে লন্ডনে গ্রেফতার শিল্পপতি বিজয়ম মালিয়া।

  • |
Google Oneindia Bengali News

আর্থিক তছরুপের দায়ে শিল্পপতি বিজয় মালিয়ার গ্রেফতারির কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্ত হয় এই লিকার ব্যারন। সংসবাদসংস্থা এএনআই ও ডিডিনিউজ সূত্রে প্রথমে জানা যায় লন্ডনে গ্রেফতার হয় বিজয় মালিয়া। খানিকক্ষণের মধ্যেই তাকে আদালতেও তোলা হয়। এর আগেও ,এবছরের ১৮ এপ্রিল মালিয়াকে গ্রেফতার করে স্কটল্য়ান্ড ইয়ার্ড। তবে তখন জামিনে মুক্তি পেয়ে যায় কিংফিশার এয়ারলাইন্সের প্রধান মালিয়া।

[টাইমলাইন : বিজয় মাল্যর উত্থান ও পতন একনজরে]

অবশেষে গ্রেফতার শিল্পপতি বিজয় মালিয়া

লিকার ব্যারন বিজয় মালিয়াকে লন্ডনে গ্রেফতার করার খবরে চাঞ্চল্য ছড়ালেও ফের তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রের খবরে প্রথম থেকেই দাবি করা হয় ,এই গ্রেফতারি আইন মেনে হলেও, হয়তো জামিনে মুক্তি পেয়ে যেতে পারেন এই শিল্পপতি। তার বিরুদ্ধে ৯,০০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। এই তছরুপের টাকা বিভিন্ন দেশের শেল কম্পানিগুলিতে মালিয়া লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। দেশের একাধিক ব্যাঙ্কে রয়েছে তার বহু হাজার কোটি টাকার দেনা।

[বিলেতে পালিয়েও নিস্তার নেই বিজয় মালিয়ার, শুনতে হল 'চোর' বদনামের টিটকিরি ]

২০১৬ সালে এই সমস্ত অভিযোগের বোঝা মাথাতে নিয়েই ভারত ছেড়ে লন্ডন যায় মালিয়া। এরপর থেকে লন্ডনেই সে বসবাস করতে থাকে। এবছরে লন্ডনে আয়োজিত চ্যাম্পিয়ান্স ট্রফিতেও ভারতীয় দলের খেলার সময়ে মাঠে দেখা যায় মালিয়াকে। উপস্থিত জনতা তাকে 'চোর ' আখ্য়ায় কটাক্ষও করে সেই সময়ে। তবে বার বার , এই সমস্ত আর্থিক তছরুপের অভিযোগকে 'মিথ্যা' বলে দাবি করে এসেছে মালিয়া।

English summary
Vijay Mallya arrested in London in connection with an ongoing case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X