For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অঘোষিত ধর্মঘটে'র অবসান! স্বাভাবিকের পথে বাংলাদেশের সড়ক পরিবহণ

সোমবার বাংলাদেশের বাস মালিক-শ্রমিকদের অঘোষিত ধর্মঘট শেষ হয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হচ্ছে। নিরাপদ সড়কে দাবিতে পড়ুয়াদের আন্দোলনের প্রেক্ষিতে মাস মালিক ও শ্রমিকরা অঘোষিত ধর্মঘটে গিয়েছিলেন।

  • |
Google Oneindia Bengali News

সোমবার বাংলাদেশের বাস মালিক-শ্রমিকদের অঘোষিত ধর্মঘট শেষ হয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হচ্ছে। নিরাপদ সড়কে দাবিতে পড়ুয়াদের আন্দোলনের প্রেক্ষিতে মাস মালিক ও শ্রমিকরা অঘোষিত ধর্মঘটে গিয়েছিলেন।

অঘোষিত ধর্মঘটের অবসান! স্বাভাবিকের পথে বাংলাদেশের সড়ক পরিবহণ

সোমবার থেকে ঢাকা শহরে স্বাভাবিক যান চলাচল শুরু হবে। জানানো হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির তরফে।

ঢাকার রাস্তায় ২৯ জুলাই বাস চাপা পড়ে দুই পড়ুয়া মারা যাওয়ার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-সহ দেশ জুড়ে আন্দোলনে নেমেছিলেন পড়ুয়ারা। বড় রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে যানবাহনের লাইসেন্স পরীক্ষা করতেও শুরু করেছিলেন তাঁরা। বেশ কিছু জায়গায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলে, রাজধানী ঢাকা-সহ বিভিন্ন জায়গায় দূরপাল্লার গাড়ির চলাচল বন্ধ করে দেন গাড়ির মালিক-শ্রমিকরা। ফলে সারা দেশে সড়ক যোগাযোগ একরকম বিচ্ছিন্ন হয়ে যায়।

রবিবার গাড়ির মালিকদের সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে ফের গাড়ি চালু করা হবে। সূত্রের খবর অনুযায়ী, প্রশাসনের তরফে নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর রাস্তায় গাড়ি নামানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিবহণ মালিকরা।

English summary
Bus owners and workers of Bangladesh decided to end their undeclared strike from Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X