For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃত্যুর দু'মাস পরও হাসছেন বৌদ্ধ সন্ন্যাসী, ভাইরাল ছবি ঘিরে হইচই

লুয়াং ফোর পিয়ান নামে এক বৌদ্ধ সন্ন্যাসী ৯২ বছর বয়সে মারা গিয়েছেন গত নভেম্বরে। অথচ কয়েকদিন আগে পিয়ানকে নাকি হাসতেও দেখা গিয়েছে। তা দেখে তাঁর অনুগামীরা সেলফি তুলে স্যোশাল মিডিয়ায় দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

লুয়াং ফোর পিয়ান নামে এক বৌদ্ধ সন্ন্যাসী ৯২ বছর বয়সে মারা গিয়েছেন গত নভেম্বরে। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি হাসপাতালে অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর দু'মাস পরও হাসছেন বৌদ্ধ সন্ন্যাসী, ভাইরাল হল ছবি

থাইল্যান্ডে থাকলেও আসলে পিয়ান কম্বোডিয়ার বাসিন্দা। বৌদ্ধ গুরু হিসাবে তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন এবং খ্যাতি লাভ করেছেন। মৃত্যুর পরে থাইল্যান্ডের লোপবুরিতে পিয়ানের দেহ নিয়ে যাওয়া হয়।

যে মন্দিরে তিনি কাজ করেছেন সেখানে দু'মাস রাখার পরে পিয়ানের দেহ যখন কফিন থেকে বের করা হয়, তারপরও দেখা গিয়েছে, এতদিন পরও দেহে পচন ধরেনি। এমনকী কোনও গন্ধও বের হয়নি।

তাজ্জবের এখানেই শেষ নয়, বৌদ্ধ ভিক্ষুক পিয়ানকে নাকি হাসতেও দেখা গিয়েছে। তা দেখে তাঁর অনুগামীরা সেলফি তুলে স্যোশাল মিডিয়ায় দিলে তা ভাইরাল হয়ে গিয়েছে।

পিয়ানের দেহ পরীক্ষা করে দেখা গিয়েছে, তা এমন অবস্থায় রয়েছে যেমনটা মৃত্যুর ৩৬ ঘণ্টা পরে দেহ থাকে। অথচ তিনি মারা গিয়েছে ২ মাসের বেশি হয়ে গিয়েছে। তা দেখে অনুগামীরা বলছেন, নির্বাণের স্তরে পৌঁছে গিয়েছিলেন পিয়ান। আর তাই দেহে মৃত্যুর এতদিন পরও পচন ধরেনি।

জানা গিয়েছে, মৃত্যুর ১০০ দিনের মাথায় পিয়ানকে চিরতরে শায়িত করা হবে। ততদিন অনুগামীরা তাঁর জন্য প্রার্থনা করবেন।

English summary
Buddhist monk Luang Phor Pian of Thailand 'smiling' two months after his death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X