ভারতের আমন্ত্রণে সায়! আগামী বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অবেশষে ভারতের আমন্ত্রণে সায় দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আগামী বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতে আসছেন বলেও জানিয়ে দিলেন বরিস জনশন। মঙ্গলবারই ব্রটিশ সরকারের তরফে এই ঘোষণা করা হয়। এদিকে এর আগে ১৯৯৩ সালেই শেষবার ভারতের প্রজাতন্ত্র দিবসে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর। তারপর প্রায় তিন দশক পর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসছেন কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে এর এর আগে আগামী বছর জি-৭ সামিটে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন বরিস জনসন। তারাই পাল্টা সৌজন্য খাতিরে কয়েকদিন আগে ব্রিটিনের প্রধানমন্ত্রীকে ভারত সফরে আমন্ত্রণ জানান মোদী। প্রসঙ্গত উল্লেখ্য, আন্তর্জাতিক পরিসরে মুক্ত বাণিজ্য নিয়ে দীর্ঘ দিন থেকেই ভারতের সঙ্গে আলোচনার রাস্তায় আছে ব্রিটেন। বরিস জনশনের ভারত সফরে সেই রাস্তাই আরও প্রশস্ত হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলর। এমনকী আসন্ন সফরেই দুই দেশের মধ্যে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তিও সাক্ষরিত হতে পারে বলে খবর।
অন্যদিকে এই প্রসঙ্গে বলতে গিয়ে ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রব বলেন, ''প্রধানমন্ত্রী ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়।’’ পাশাপাশি প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। বরিস জনশনের আগমণ প্রসঙ্গে মঙ্গলবার তিনি বলেন, '' ব্রিটিশ প্রধান মন্ত্রীর আগমণের মাধ্যমেই ভারত-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন যুগের সূচনা হবে। ভারত আমন্ত্রণ গ্রহণ করায় আমরা খুশি।’’

পিকে রুখতে পারছেন না তৃণমূলের ভাঙন, মুকুলের মাস্টারস্ট্রোকে দেখছেন সিঁদুরে মেঘ