For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিথরো বিমানবন্দর থেকে উদ্ধার ইউরেনিয়াম! কোন পথে এল কার্গো, তদন্তে বিশেষজ্ঞ বাহিনী

ব্রিটেনের হিথরো বিমানবন্দর থেকে বেশ কয়েক কিলোগ্রাম ইউরোনিয়াম সহ কার্গো বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানকার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। হিথরো বিমানবন্দর সূত্রে খবর

  • |
Google Oneindia Bengali News

ব্রিটেনের হিথরো বিমানবন্দর থেকে বেশ কয়েক কিলোগ্রাম ইউরোনিয়াম সহ কার্গো বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানকার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। হিথরো বিমানবন্দর সূত্রে খবর ইউরেনিয়াম প্যাকেটটিতে ব্রিটেনের একটি ইরানি ফার্মের ঠিকানা ছিল। তবে এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

হিথরো বিমানবন্দর থেকে উদ্ধার ইউরেনিয়ামের কার্গো! পাঠানো হয়েছে পাকিস্তান থেকে, সন্দেহ বিশেষজ্ঞদের

উদ্ধার হওয়া বিপজ্জনক মনে করা হলেও, বিভিন্ন সংস্যার রিপোর্ট অনুযায়ী, ওই ইউরেনিয়াম অস্ত্র তৈরির উপযুক্ত ছিল না। এর ফলে উদ্ধার হওয়া ইউরেনিয়াম থেকে থার্মো নিউক্লিয়ার অস্ত্র তৈরি করা যাবে না। ব্রিটিশ সংবাদ পত্তে বলা হয়েছে হিথরো বিমানবন্দরে এই ইউরেনিয়াম পৌঁছনোর আগে তা পাকিস্তান হয়ে এসেছে। কেননা মাস্কাট থেকে ওমান এয়ারের যাত্রীবাহী বিমানটি পাকিস্তান হয়ে হিথরোয় গিয়েছে। স্ক্র্যাপ ধাতুর ভিতরে করে এই ইউরেনিয়াম পাচার করা হচ্ছিল বলেও জানা গিয়েছে। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে দুর্বল নিরাপত্তার ছিদ্র গলে এই ইউরেনিয়াম পাচার করা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউরেনিয়াম পাওয়ার পরে বর্ডার ফোর্সের এজেন্টরা তা তেজষ্ক্রিয় নিরোধক কন্টেনারে রাখে। পরে সেখানে সন্ত্রাস-বিরোধী আধিকারিকরা পৌঁছন। সেখানকার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০২২-এর ২৯ ডিসেম্বর ইউরেনিয়াম হিথরো বিমানন্দরে পৌঁছয়। সেখানে রুটিন স্ক্রিনিংয়ের পরে সেই ইউরেনিয়াম শনাক্ত করা হয়। তবে নিরাপত্তা আধিকারিকরা আশ্বস্ত করতে দাবি করেছেন, ইউরেনিয়ামের পরিমাণ খুবই কম ছিল। এছাড়াও এই ইউরেনিয়াম উদ্ধারের বিষয়টিকে আপাতত কোনও হুমকি বলেও মনে করছেন না নিরাপত্তা আধিকারিকরা। বিষয়টি নিয়ে সবরকমের তদন্ত করা হচ্ছে।

বিশ্ব অর্থনীতিতে ভয়ের কারণ হল মন্দা! সতর্ক করল বিশ্বব্যাঙ্কবিশ্ব অর্থনীতিতে ভয়ের কারণ হল মন্দা! সতর্ক করল বিশ্বব্যাঙ্ক

English summary
British Police seized several KGs of Uranium from Heathrow Airport may go from Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X