For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার জিনপিংকে চটিয়ে হংকং নিয়ে বড় পদক্ষেপ ব্রিটেনের! আন্তর্জাতিক মঞ্চে আরও কোণঠাসা চিন

Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই চিনের কমিউনিস্ট সরকার জাতীয় নিরাপত্তা আইন লাগু করে হংকংয়ের উপর। আর এতেই বিশ্বজুড়ে বয়ে যায় বিতর্কের ঝড়। হংকং ইস্যুতে ক্রমেই কোণঠাসা হতে থাকে চিন। এবার ব্রিটিশদের সঙ্গেও আরও সম্পর্কের অবনতি ঘটল চিনের। এদিন ব্রিটেন জানিয়ে দিল হংকংয়ের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি বাতিল করতে চলেছে তারা। অর্থাৎ হংকং থেকে কেউ যদি ব্রিটেনে পালিয়ে যায় তবে আর চিন তাদেরকে নিজের দেশে ধরে আনতে পারবে না।

বিতর্কিত হংকং নিরাপত্তা আইন পাশ

বিতর্কিত হংকং নিরাপত্তা আইন পাশ

কয়েকদিন আগেই চিনের কংগ্রেসে বিতর্কিত হংকং নিরাপত্তা আইন উপস্থাপন করা হয়। সেটিও পাশও হয়ে যায়। গণতন্ত্রপন্থিদের দাবি, চিনের নতুন আইন হংকংয়ের ‘ইতি টানবে' অর্থাৎ অঞ্চলটির স্বায়ত্তশাসন ও স্বাধীনতার অবসান ঘটাবে। ১৯৯৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর এটি এখন পর্যন্ত হংকংয়ের সবচেয়ে বিতর্কিত ঘটনা। আর এই ঘটনার পরই বন্দি প্রত্যর্পণ আইন নিয়ে বড় ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাছাড়া হংকং বাসিন্দাদের ব্রিটিশ নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবও দেন তিনি।

উত্তাল হংকং

উত্তাল হংকং

এদিকে এই চিনা লাগু হওয়ার পরদিনই হংকয়ের রাস্তায় শুরু হয় বিক্ষোভ৷ জড়ো হয়েছে প্রায় ১০০০ জনেরও বেশি লোক৷ কারও হাতে স্বাধীন হংকয়ের পতাকা৷ কারও হাতে স্লোগান বোর্ড৷ আর তাতে রয়েছে ব্রিটেনের পতাকা৷ বিক্ষোভকারীদের সরাতে তৎপর হয় হংকং পুলিশ৷ ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস, গোলমরিচের গোলা, রবারের বুলেট, এমনকী জলকামানও৷

হংকংবাসীদের গণতন্ত্রের দাবি

হংকংবাসীদের গণতন্ত্রের দাবি

বর্তমানে চিনের মূল ভূখণ্ডের চেয়ে আরও উচ্চতর গণতন্ত্র ও বাক প্রকাশের স্বাধীনতা রয়েছে হংকংয়ে। তবে হংকংয়ের গণতন্ত্রপন্থিদের আশঙ্কা, চিন যেভাবে কমিউনিস্ট পার্টির বিরোধীদের দমন করে, সেভাবেই বিক্ষোভ দমন করতে এ আইন ব্যবহার করা হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন, হংকংয়ের ওপর নিরাপত্তা আইন চাপিয়ে দেয়া হলে তিনি কঠোর সিদ্ধান্ত নেবেন।

হংকং নিয়ে চিনকে একঘরে করার তোড়জোর

হংকং নিয়ে চিনকে একঘরে করার তোড়জোর

এদিকে চিনকে একঘরে করতে ও হংকংয়ের বিষয়ে জিনপিং প্রশাসনের উপর আরও চাপ তৈরি করতে এবার করোনা আবহেই ব্রিটেন ও ডেনমার্ক সফরে যাবেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও। হংকংয়ে চিনাদের নিরাপত্তা আইন লাগুকে ভালো চোখে দেখেনি আমেরিকা-ব্রিটেন সহ গোটা বিশ্ব। এবার তাই চিনের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ার কাজে লেগে পড়ল আমেরিকা।

হংকং নিয়ে জাপানের পদক্ষেপ

হংকং নিয়ে জাপানের পদক্ষেপ

হংকং নিয়ে বড় পদক্ষেপের পথে হেঁটেছে জাপানও। জানা গিয়েছে জাপানের আইন প্রণেতারা হংকং বাসীদের জন্য একটি গ্রুপ গঠন করেছে। চিনা কমিউনিস্ট সরকারের আগ্রাসনের বিরুদ্ধে হংকংবাসীদের রক্ষা করতেই এই গ্রুপ তৈরি করা হয়েছে। যেই হংকংবাসীরা দেশ ছেড়ে অন্য জায়গায় যেতে চাইলে এই গ্রুপ সাহায্য করবে।

মোদী-আবে বৈঠকের আগেই চিনকে কড়া বার্তা জাপানের! হংকং নিয়ে কঠোর পদক্ষেপ টোকিওরমোদী-আবে বৈঠকের আগেই চিনকে কড়া বার্তা জাপানের! হংকং নিয়ে কঠোর পদক্ষেপ টোকিওর

English summary
British PM Boris Johnson said that UK will change extradition deal with Hong Kong
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X