For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-বিরোধিতা বিতর্কে নাম জড়ানো ব্রিটেনের সাংসদ ডেবি পাকিস্তানে! উঠছে তাঁর পাক-যোগ ঘিরে জল্পনা

ভারত-বিরোধীতায় অভিযুক্ত ব্রিটেনের সাংসদ ডেব্বি পাকিস্তানে! উঠছে তাঁর পাক-যোগ ঘিরে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

ভারত বিরোধীতার জেরে ব্রিটেনের সাংসদ ডেবি আব্রাহামসকে প্রত্যার্পণ করা হয়েছে। বাতিল করা হয়েছে তাঁর ভিসা । এমন বিতর্কিত ব্রিটেনের সাংসদ ডেবি এবার ভারত থেকে বিতাড়িত হয়ে পৌঁছে গিয়েছেন পাকিস্তানে। শুধু তাই নয়,ভারত বিরোধীতার জেরে অভিযুক্ত ডেবি ইমরান খানের বিদেশমন্ত্রী সঙ্গেও সেখানে একটি সভায় যোগ দেবেন বলে খবর।

ডেবির প্রত্যার্পণ

ডেবির প্রত্যার্পণ

ভিসার জন্য উপযুক্ত নথি না থাকা সত্ত্বেও দিল্লি বিমান বন্দরে এসে পৌঁছন ডেবি আব্রাহাম। আর মুহূর্তে তাঁকে সেখান থেকে তাঁকে ফেরত পাঠানো হয় দুবাইয়ে। বিমানবন্দরে তাঁর আটক হওয়ার ঘটনা নিয়ে ভারতের তরফের দাবি ছিল ভিসা ইস্যু করা বা না করা একটি দেশের সর্বভৌম অধিকার। তা নিয়ে কারোর কিছু বলার নেই। ভারতের যুক্তি ছিল বিজনেস ভিসায় তিনি পর্যটকের মতো ভারত ভ্রমণ করছিলেন তিনি।

 দুবাই থেকে পাকিস্তানে ডেবি!

দুবাই থেকে পাকিস্তানে ডেবি!

দুবাইতে প্রত্যার্পিত হওয়ার পর পাকিস্তানে চলে যান ডেবি আব্রাহাম। একদিকে ভারত বিরোধিতা আর তারপর তাঁর এই পাকিস্তান গমন নিয়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডেবি। শুধু তাই নয় , পাকিস্তানে গিয়ে তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যেতে চলেছেন বলে খবর।

 কেন পাকিস্তানে ডেবি?

কেন পাকিস্তানে ডেবি?

পাকিস্তানের করাচিতে রয়েছে ডেবি আব্রাহামের পরিবার। আর সেই পরিবারের সঙ্গে দেখা করার জন্যই ডেবি করাচি যাচ্ছেন বলে খবর। এদিকে, পাকিস্তানে গিয়ে সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। উল্লেখ্য, ব্রিটিশ পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্টারি কাশ্মীর গ্রুপের সদস্য ডেবি। আর সেই শিবিরের সদস্য হয়েই তিনি কাশ্মীর নিয়ে উদ্বিগ্ন বলে জানা গিয়েছে।

কাশ্মীর ইস্যুতে ডেবির বক্তব্য

কাশ্মীর ইস্যুতে ডেবির বক্তব্য

কাশ্মীর ইস্যুতে ডেবি আব্রাহাম পাকিস্তানপন্থী বলেই পরিচিতি রয়েছে। তাঁর প্রশ্ন ছিল আদৌ কাশ্মীরে মানবাধিকার রক্ষা হচ্ছে কি না! এই প্রশ্ন যেমন ডেবির সামনে ছিল, তেমনই ডেবিকে দেখা গিয়েছে পাকিস্তান আয়োজিত বিভিন্ন 'কাশ্মীর সলিডারিটি ডে' নিয়ে লন্ডনে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে।

English summary
British MP Debbie Abrahams Lands In Pakistan After Deportation From India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X