For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেন: বৈঠকের সময় ছুরি মেরে এমপি ডেভিড অ্যামেসকে হত্যা

  • By Bbc Bengali

ডেভিড অ্যামেস
Getty Images
ডেভিড অ্যামেস

ব্রিটিশ পার্লামেন্টর একজন সদস্য স্যার ডেভিড অ্যামেস তার সংসদীয় এলাকায় একটি মিটিং চলাকালে ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

লন্ডন থেকে পূর্ব দিকে লে-অন-সি এলাকায় একটি গির্জায় তার ওপর হামলা হয়।

হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে তারা একটি ছুরি উদ্ধার করেছে এবং এই ঘটনার সাথে তারা আর কাউকে খুঁজছে না।

মি. অ্যামেস ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির হয়ে গত চার দশক ধরে এমপির দায়িত্ব পালন করছিলেন।

স্যার ডেভিডের বয়স হয়েছিল ৬৯।

যখন তার ওপর হামলা চালানো হয় তখন তিনি তার নিজের নির্বাচনী এলাকার অফিসে মিটিং করছিলেন।

এই অফিসে ভোটাররা এসে এমপির সাথে দেখা করতে পারেন এবং বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা করতে পারেন।

পুলিশ বলছে, দুপুর বারোটার পর তারা এই আক্রমণের খবর পান এবং সেখানে ছুটে গিয়ে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

জরুরি বিভাগের কর্মীরা তাকে চিকিৎসা দেয়, কিন্তু ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরো পড়তে পারেন:

ঢাকা ও নোয়াখালীতে জুমার নামাজের পর সংঘর্ষ, ১ জনের মৃত্যু

চীনে কোরআন মজিদ অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল

আফগানিস্তানের মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা

এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ থাকতে পারে এবিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, "তিনি একজন মহান ব্যক্তি, একজন ভাল বন্ধু এবং একজন দারুণ এমপি। তার গণতান্ত্রিক ভূমিকা পালন করার সময় তাকে হত্যা করা হয়েছে।"

ব্রিটেনে গত পাঁচ বছরে তিনিসহ দু'জন এমপি হামলায় নিহত হলেন।

এর আগে ২০১৬ সালে লেবার পার্টির একজন এমপি জো কক্স হামলায় নিহত হন।

উত্তর ইংল্যান্ডে তার নির্বাচনী এলাকায় প্রথমে তাকে গুলি ও পরে ছুরিকাঘাত করা হয়।

English summary
British MP David Amess stabbed to death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X