For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপাকে আন্তর্জাতিক মাফিয়া দাউদ ইব্রাহিম, ফ্রিজ হল বিপুল সম্পত্তি

প্রধানমন্ত্রী ডোসিয়ের জমা দেওয়ার প্রায় ২ বছর পর দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল ব্রিটিশ প্রশাসন, দাউদের প্রায় ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তি ফ্রিজ করল ব্রিটেন সরকার।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডোসিয়ের জমা দেওয়ার প্রায় ২ বছর পর দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল ব্রিটিশ প্রশাসন। দাউদের প্রায় ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তি ফ্রিজ করল ব্রিটেন সরকার।

বিপাকে আন্তর্জাতিক মাফিয়া দাউদ ইব্রাহিম, ফ্রিজ হল বিপুল সম্পত্তি

গত মাসের ইউকে-র ফিনান্সিয়াল স্যাঙ্কশন টার্গেট লিস্ট বা আর্থিক নিষেধাজ্ঞা সংক্রান্ত তালিকাটি আপডেট করা হয়। তারপরই দাউদের এই বিপুল সম্পত্তি ফ্রিজ করা হয়। দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে ব্য়বস্থা নিতে ২০১৫ সালের নভেম্বরের তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের হাতে একটি ডসিয়ার তুলে দেন। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গোটা বিশ্বের ১২টিরও বেশি দেশে ছড়িয়ে রয়েছে দাউদের ব্যবসা। শুধুমাত্র ব্রিটেনেই তার সম্পত্তির পরিমান ৪৫০ মিলিয়ন মার্কন ডলার। ইতিমধ্য়েই তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। সেই তালিকা হাতে পাওয়ার পরই ব্রিটিশ প্রশাসনের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ফোর্বসের তালিকাতে বিশ্বের অন্য়তম ধনী মাফিয়ার তালিকায় নাম উঠেছিল দাউদ ইব্রাহিমের। ২০১৫ সালে ফোর্বসের পরিসংখ্য়ান অনুযায়ী দাউদের মোট সম্পত্তির পরিমাণ ৭ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। বিভিন্ন দেশে ৫০টিরও বেশি সম্পত্তিতে টাকা ঢেলেছে আন্তর্জাতিক এই মাফিয়া ডন।

[আরও পড়ুন: 'হ্যালো! দাউদ বলছি', করাচি থেকে ভেসে এল মাফিয়া ডনের স্বর][আরও পড়ুন: 'হ্যালো! দাউদ বলছি', করাচি থেকে ভেসে এল মাফিয়া ডনের স্বর]

English summary
British Authorities freezes Dawood Ibrahims's property worth $6.7 bn, he has business in more than 12 countries and is listed as richest gangster of all time by Forbes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X