For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪ দিনে ৬ জন, কিসের প্রতিবাদে পদত্যাগ ব্রিটিশ মহিলা এমপিদের?

বহুদিন ধরেই বৈষম্য, যৌন হেনস্থার অভিযোগ করছিলেন ব্রিটিশ মহিলা এমপিরা। কিন্তু এই বিষয়ে কোনও পদক্ষেপই নিচ্ছিল না সরকার। উপায় না দেখে নিজেরাই প্রতিবাদ করছেন। ছাড়ছেন পার্লামেন্ট।

Google Oneindia Bengali News

বহুদিন ধরেই বৈষম্য, যৌন হেনস্থার অভিযোগ করছিলেন ব্রিটিশ মহিলা এমপিরা। কিন্তু এই বিষয়ে কোনও পদক্ষেপই নিচ্ছিল না সরকার। উপায় না দেখে নিজেরাই প্রতিবাদ করছেন। ছাড়ছেন পার্লামেন্ট।

কিসের প্রতিবাদে পদত্যাগ ব্রিটিশ মহিলা এমপিদের?

২০১৭ সালের নির্বাচনে রেকর্ডসংখ্যক নারী এমপি নির্বাচিত হয়েছিলেন ব্রিটেনে। তবে সেই সংখ্যা নামছে খুব দ্রুত। সোমবারের পর থেকে এখনও পর্যন্ত হাউস অব কমন্সের ৬ জন নারী সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে প্রায় প্রত্যেকেই যৌন হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শন ও নানা হুমকির কথা উল্লেখ করেছেন।

সাম্প্রতিক কনজারভেটিভ এমপি ও সংস্কৃতিমন্ত্রী নিকি মরগান পদত্যাগ করেন। পদত্যাগের পর তিনি জানান, আইনপ্রণেতা হতে গিয়ে তাঁকে আর তাঁর পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু আধুনিক এমপির জীবন সম্পর্কে তাঁর যা ধারণা ছিল সেটি ঠিক নয়।

এর আগে মঙ্গলবার একটি চিঠি লিখে পদত্যাগ করেন লিবারেল ডেমোক্র্যাট মন্ত্রী হেইডি অ্যালানও। হেইডি মনে করেন, এমপি হওয়ার পর তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে রাজনীতির নোংরা পরিবেশ এখনও নারীবান্ধব হয়নি। তিনি বলেন, "রাজনীতিতে থাকা প্রত্যেক মহিলাকেই নোংরা মন্তব্য আর হুমকিভরা ইমেইল পেতে হয়। রাস্তায় চিৎকার করেও এই সমস্যার সমাধান হয় না। আমার বাড়ির মানুষ এখন আমার জন্য আতঙ্কে থাকে।"

English summary
British Female MPs resigning citing reasons of harrasment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X