বিমান যাওয়ার কথা জার্মানি, চলে গেল স্কটল্যান্ড! হুলস্থূল ব্রিটিশ এয়ারওয়েজে
যাওয়ার কথা ছিল জার্মানি। কিন্তু বিমান চলে গেল স্কটল্যান্ড। ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে এমনই বিপত্তি হয় সোমবার। যাত্রীবাহী বিমানের যাওয়ার কথা ছিল লন্ডন থেকে জার্মানির ডুসেলডর্ফ। কিন্তু ভুলবশত তা চলে যায় স্কটল্যান্ডে।

এই ঘটনায় একাধিক অভিযোগ উঠেছে। কেউ বলছেন কাগজে প্রকাশিত তথ্যে ভুল ছিল। ব্রিটিশ এয়ারওয়েজের তরফে বলা হয়েছে জার্মান কম্পানি চার্ট তৈরি করেছিল। অন্যদিকে ডব্লুডিএল এভিয়েশন ভুল রুট এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জমা দিয়েছিল বলে অভিযোগ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।
যাত্রা পথ বদল হলেও,লন্ডন সিটি বিমানবন্দর থেকে রওনা হওয়া বিএ ৩২৭১ বিমানটি এর জন্য কোনও দুর্ঘটনার মধ্যে পড়েনি। বিমান সহযোগীরা যখন যাত্রীদের জানান, বিমান পৌঁছে গিয়েছে স্কটল্যান্ডের রাজধানীতে তখন, কিছুক্ষণ বিশ্রামের সময় পেয়ে যান যাত্রীরা। যা ছিল গন্তব্যের থেকে ৫২০ মাইল দূরে।
বিষয়টি নিয়ে যাত্রীরা প্রশ্ন তোলায় তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। লন্ডন সিটি এয়ারপোর্টের তরফেও ক্ষমা চাওয়া হয়েছে।
@British_Airways can you please explain how can my morning flight taking off from LCY to Dusseldorf land in Edinburgh 😅? While an interesting concept, I don't think anyone on board has signed up for this mystery travel lottery... #BA3271 #frequenttravel #britishairways
— Son Tran (@sontrantuan) March 25, 2019