For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙছে ১৫০ বছরের পুরনো ঐতিহ্য, অন্যবারের চেয়ে কতটা আলাদা হচ্ছে বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান?

ভাঙছে ১৫০ বছরের পুরনো ঐতিহ্য, অন্যবারের চেয়ে কতটা আলাদা হচ্ছে বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান?

  • |
Google Oneindia Bengali News

আর মাত্র দু'দিনের অপেক্ষা! তারপরেই শপথ গ্রহণের মাধ্যমে মার্কিন মসনদে বসতে চলেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বছরের শেষেই কঠিন নির্বাচনী যুদ্ধের পর ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন বাইডেন। স্বাভাবিকভাবেই বাইডেনের শপথগ্রহণের অনুষ্ঠানও যে খুব ছোট আকারে হবে না, তার ইঙ্গিত মিলছিল বেশ কয়েকদিন ধরেই। যদিও গত ৬ই জানুয়ারি ক্যাপিটাল ভবনে ঘটে যাওয়া গন্ডগোল থেকে শিক্ষা নিয়েছে মার্কিন প্রশাসন, তাই এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছে বিশেষ রদবদল। দুর্বল অর্থনীতি, জাতিবিদ্বেষ ছাড়াও ট্রাম্প-সমর্থকরাও যে বাইডেনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে, তা স্পষ্ট রাজনীতিকদের কাছে।

ভাঙছে ১৫০ বছরের পুরনো ঐতিহ্য

ভাঙছে ১৫০ বছরের পুরনো ঐতিহ্য

মার্কিন সূত্রের খবর, ঐতিহ্য মেনে মার্কিন ক্যাপিটাল গ্রাউন্ডে স্থানীয় সময় অনুসারে দুপুর ১টায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বাইডেন। দুপুর ২টায় শুরু হবে কুচকাওয়াজ। অন্যদিকে ওয়াশিংটনে প্রায় ১৫,০০০ অতিরিক্ত সেনা মোতায়েন করে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পাশাপাশি প্রায় ১৫০ বছরের ঐতিহ্য ভেঙে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন না প্রাক্তন রাষ্ট্রপতি। যদিও উপস্থিত থাকার কথা জানিয়েছেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি মাইক পেন্স, এতে যে স্বাভাবিকভাবেই আবারও মুখ পুড়বে ট্রাম্পের, তা বলাই বাহুল্য।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকছেন কারা ?

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকছেন কারা ?

মার্কিন মুলুকে ৯/১১-এর ঘটনায় শেষ দেখা গিয়েছিল 'নিরাপত্তাজনিত লকডাউন'। ট্রাম্প-সমর্থকের কার্যকলাপের কারণে আমেরিকা পুনরায় একইপথে এগোচ্ছে বলে খবর সূত্রের। অন্যদিকে মার্কিন তারকা, বাইডেন সমর্থকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জর্জ বুশ, বারাক ওবামা ও তাঁদের স্ত্রীদের। বিশেষজ্ঞদের মতে, করোনাকালে বুধবারের অনুষ্ঠানে সংক্রমণের আশঙ্কা যথেষ্ট। আর শপথগ্রহণ অনুষ্ঠানকে সরাসরি টেলিভিশনে সম্প্রচার করে নাগরিকদের গৃহবন্দি থাকার নির্দেশ দিল প্রশাসন।

জেনিফার লোপেজের সুরেই মাততে চলেছে শপথগ্রহণ অনুষ্ঠান

জেনিফার লোপেজের সুরেই মাততে চলেছে শপথগ্রহণ অনুষ্ঠান

মার্কিন সূত্রের খবর, শপথগ্রহণের আগের রাতে চার্চের ঘন্টা বাজিয়ে ও সারা শহরের সমস্ত বিল্ডিংয়ের আলো জ্বালিয়ে কোভিডের কারণে মৃত ৩.৮৫ লক্ষ মার্কিনিকে স্মরণ করার সিদ্ধান্ত জানাল প্রশাসন। মার্কিন সংসদের তরফে জানা গেছে, বুধবার আইনরক্ষক, বিচারক ও প্রশাসনিক আধিকারিকরা একত্রিত হবেন ক্যাপিটাল বিল্ডিংয়ে। যদিও মার্কিনিদের কাছে সবচেয়ে উচ্ছাসের খবর এই যে, শপথগ্রহণের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাইবেন লেডি গাগা ও স্বরচিত কবিতা আবৃত্তি করবেন অ্যাফ্রো-আমেরিকান কবি আমান্দা গোরম্যান। অনুষ্ঠানে থাকবেন জেনিফার লোপেজের মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকারাও।

 শীর্ষ আদালতের বিচারপতিদের হাতেই শপথবাক্য পাঠ

শীর্ষ আদালতের বিচারপতিদের হাতেই শপথবাক্য পাঠ

সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে বাইডেনের হাতে দায়িত্ব তুলে দেবেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জন রবার্টস। উপ-রাষ্ট্রপতি হিসেবে কমলা হ্যারিসকে শপথবাক্য পাঠ করাবেন বিচারপতি সোনিয়া সতোমায়র। মার্কিন সূত্রের খবর, প্রশাসনিক দায়িত্ব পাওয়ার পরই ট্রাম্প কর্তৃক আরোপিত কিছু নিয়মাবলী ভেঙে ফেলবেন বাইডেন। মুসলিম দেশগুলির সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন ছাড়াও প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগ দেবে আমেরিকা, এমনই ইঙ্গিত বাইডেনের আধিকারিকদের মতে।

হিন্দুত্ব বনাম মারাঠা আবেগ, বিজেপি শাসিত রাজ্যের এলাকা 'পুনরুদ্ধার'-এর ডাক শিবসেনার! হিন্দুত্ব বনাম মারাঠা আবেগ, বিজেপি শাসিত রাজ্যের এলাকা 'পুনরুদ্ধার'-এর ডাক শিবসেনার!

English summary
increases security to prevent Violence against Trump-supporters! Biden's swearing-in is breaking a 150-year-old tradition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X