For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রাজিলে পৌঁছল 'মেড ইন ইন্ডিয়া' করোনা টিকা! ভারতের দিকে তাকিয়ে আরও ৯২টি দেশ

Google Oneindia Bengali News

ভারতের তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ড পৌঁছাল ব্রাজিলে৷ শনিবার প্রায় ২ মিলিয়ন করোনা ভ্যাকসিনের ডোজ বিশেষ বিমানে ব্রাজিলে পৌঁছায়৷ বিদেশমন্ত্রী এস জয়শংকর টুইট করে একাথা জানান৷ করোনা ভ্যাকসিনের জন্য ব্রাজিল বিদেশ মন্ত্রকের তরফে ভারত সরকার ও সেরাম ইনস্টিটিউটকে ধন্যবাদ জানানো হয়েছে৷

'বিশ্বের ফার্মাসির ওপর ভরসা রাখুন'

'বিশ্বের ফার্মাসির ওপর ভরসা রাখুন'

এদিন টুইটারে ভারতের বিদেশমন্ত্রী লেখেন, 'বিশ্বের ফার্মাসির ওপর ভরসা রাখুন৷ ভারতের তৈরি ভ্যাকসিন ব্রাজিলে পা দিল৷' শুক্রবারই সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে ২ মিলিয়ন কোভিশিল্ডের ডোজ ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেয়৷ ব্রাজিলের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পুনের সেরাম ইন্সিটিটউটের সঙ্গে একটি চুক্তি করা হয়৷

মোদীকে চিঠি বোলসোনারোর

মোদীকে চিঠি বোলসোনারোর

এবিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো একটি চিঠিও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ সেইমতোই করোনা ভ্যাকসিন পাঠানোর সমস্ত রকম ব্যবস্থা করা হয়৷ ব্রাজিলিয়ান অ্যাম্বাসাডর আন্দ্রে আরানহা কোরিয়া ডো লাগো সেরাম ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান৷ এদিন তিনি বলেন, 'সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে ধন্যবাদ৷ পাশে থাকার জন্য ভারত সরকারকেও ধন্যবাদ জানাই৷'

ভারত থেকে বেশ কয়েকটি দেশে কোভিশিল্ড সরবরাহ করা হয়েছে

ভারত থেকে বেশ কয়েকটি দেশে কোভিশিল্ড সরবরাহ করা হয়েছে

প্রসঙ্গত, অক্সফোর্ড ও অ্যাস্ট্রেজেনেকার সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতের সেরাম ইনস্টিটিউট করোনা ভ্যাকসিন কোভিশিল্ড প্রস্তুত করেছে৷ ভারতে তা ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে৷ এরপরেই ভারত থেকে বেশ কয়েকটি দেশে কোভিশিল্ড সরবরাহ করা হয়েছে৷ ভুটান, মালদ্বীপ, নেপাল, মায়ানমার ও বাংলাদেশে ইতিমধ্যেই কোভিশিল্ড সরবরাহ করা হয়েছে৷ এবার সেই তালিকায় যোগ হল ব্রাজিলের নামও৷

টিকার জন্য আর্জি জানিয়েছেন ডোমিনিক রিপাবলিকের প্রধানমন্ত্রীও

টিকার জন্য আর্জি জানিয়েছেন ডোমিনিক রিপাবলিকের প্রধানমন্ত্রীও

দেশে তৈরি করোনা টিকা নেপাল, বাংলাদেশ ও মায়ানমার-সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলিকে পাঠাচ্ছে ভারত। তবে তার বাইরেও বিভিন্ন দেশ থেকে কোরোনা টিকার আবেদন আসতে শুরু হয়েছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কোরোনা টিকার জন্য আর্জি জানিয়েছেন ডোমিনিক রিপাবলিকের প্রধানমন্ত্রী রুসভেল্ট স্কেরিট।

English summary
Brazil thanks India after receiving Coronavirus Vaccine, 92 more countries seek doses
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X