For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সফল মোদীর জাপান সফর, ৬টি চুক্তি সই দুই দেশের, বড় বিনিয়োগ হবে ভারতে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরে দুই দেশ ৬টি চুক্তি একত্রে সই করল।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরে দুই দেশ ৬টি চুক্তি একত্রে সই করল। যার মধ্যে যেমন রয়েছে নৌসেনায় যৌথ সাহায্য তেমনই রয়েছে হাই স্পিড ট্রেনের প্রকল্পও। দুই দেশের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে।

সফল মোদীর জাপান সফর, ৬টি চুক্তি সই দুই দেশের, বড় বিনিয়োগ হবে ভারতে

এই চুক্তির পরই আবে ঘোষণা করেছেন, জাপানি শিল্পপতিরা ভারতে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারও বিনিয়োগ করবেন। ডিজিটালের দুনিয়া থেকে সাইবার স্পেস, স্বাস্থ্য থেকে প্রতিরক্ষা, মহাসাগর থেকে মহাকাশ সব জায়গায় দুই দেশের মৈত্রী দেখা যাবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পর জাপানের সঙ্গেও ২ + ২ আলোচনা করবে ভারত। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সেদেশের বিদেশ সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব জেমস মাটিসের সঙ্গে বৈঠক করেছেন।

ভারত ও জাপান দুই দেশ ৭৫ বিলিয়ন মার্কিন ডলার 'কারেন্সি সোয়াইপ' চুক্তি করেছে। ফরেন এক্সচেঞ্জ ও মূলধনী বাজারের ক্ষেত্রে এমন চুক্তি প্রভূত সাহায্য করবে। সবমিলিয়ে দুই দেশ একে অপরের হাতে হাত মিলিয়ে চলার অঙ্গীকার করেছে বলা যেতে পারে।

English summary
Both countries sign six agreements, Japan to invest $2.5 billion in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X