For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ খ্যাত ক্যাপ্টেন টম মুরকে সংবর্ধনা জানাবেন বরিস জনসন

করোনা যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ খ্যাত ক্যাপ্টেন টম মুরকে সংবর্ধনা জানাবেন বরিস জনসন

  • |
Google Oneindia Bengali News

মনের জোরই যে আসল সেটা আরেকবার প্রমাণ করে দেখালেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের নায়ক ৯৯ বছর বয়সী ক্যাপ্টেন টম মুর। 'জাস্টগিভিং পেজ' নামক অনলাইন ফান্ড ব্যবস্থার মাধ্যমে করোনা মোকাবিলার উদ্দেশ্যে ন্যাশনাল হেলথ সার্ভিস(এনএইচএস)-এর জন্যে তিনি টাকা সংগ্রহের ডাক দেন এবং মানুষের সাড়া দেখে অভিভূত প্রত্যেকে।

করোনা যুদ্ধে ক্যাপ্টেনের পাশে সকলে

করোনা যুদ্ধে ক্যাপ্টেনের পাশে সকলে

অনলাইন পেজের মাধ্যমে প্রাথমিকভাবে ভারতীয় মুদ্রায় ১লক্ষ টাকা সংগ্রহের কথা ভেবেছিলেন টম, কিন্তু উঠে আসে ভারতীয় মুদ্রায় প্রায় ১৭১ কোটি টাকা। ফলত জনসাধারণও ক্যাপ্টেনকে সম্মান জানানোর পক্ষে অন্য একটি অনলাইন মাধ্যমে প্রায় ৫ লক্ষ সই জমা পড়ে। সরকারি সূত্রে খবর, স্বয়ং প্রধানমন্ত্রী বরিস জনসন ক্যাপ্টেনকে সংবর্ধনা দেওয়ার কথা ভাবছেন।

অনলাইন সই সংগ্রহকারী সংস্থা কি বলছে এ বিষয়ে?

অনলাইন সই সংগ্রহকারী সংস্থা কি বলছে এ বিষয়ে?

আগামী ৩০শে এপ্রিল জীবনের ব্যাটে শতরান করতে চলেছেন ক্যাপ্টেন। আর তার আগেই তাঁকে অভিবাদন জানানোর প্রচেষ্টা চালাচ্ছে এই সই সংগ্রহকারী সংস্থাটি। সংস্থার এক আধিকারিকের মতে, "এতদিন ক্যাপ্টেন যুদ্ধের মাঠে জয় করে এসেছেন। আজ তিনি সারা পৃথিবীর মন জয় করে নিলেন। এই আতঙ্কময় পরিবেশে ক্যাপ্টেনের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। স্বয়ং প্রধানমন্ত্রী ওনাকে সংবর্ধনা জানানোর কথা ভাবছেন।" কেনসিংটন প্রাসাদের রাজপরিবারের পক্ষ থেকে ডিউক অফ কেমব্রিজ ও ডাচেস অফ কর্নওয়াল ক্যাপ্টেনের তহবিলে অর্থ দান করেন ও চিঠি লিখে তাঁকে অভিবাদন জানান।

ক্যাপ্টেনের তহবিল বাঁচাতে পারে বহু রোগী ও স্বাস্থ্যকর্মীকে

ক্যাপ্টেনের তহবিল বাঁচাতে পারে বহু রোগী ও স্বাস্থ্যকর্মীকে

ক্যাপ্টেনের তহবিল থেকে উঠে আসা অর্থ মূলত এনএইচএসের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে, পরিবারের সাথে যোগাযোগের জন্য রোগীদের ইলেকট্রনিক সরঞ্জাম এবং কোয়ারানটাইনে থাকা মানুষদের উপকারে লাগানো হবে। ক্যাপ্টেন টম বিশ্বে সর্বপ্রথম একক হিসেবে এত পরিমাণ অর্থ তহবিলে যোগ করলেন। এর পূর্বে ২০১৪ সালে স্টিফেন সাটন নামক এক ব্লগার ক্যানসার আক্রান্তের জন্য ৪৭ কোটি টাকা সংগ্রহ করেন।

English summary
boris johnson recognises world war ii captain tom moore to the corona war
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X