For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা থেকে সুস্থ হয়েই বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই মারণ সংক্রমণের থাবা থেকে বেঁচে উঠেই এবার ব্যক্তিগত জীবনে পেলেন এক সুখের খবর। বুধবার বরিসের বাগদত্তা ক্যারি সাইমন্ডস মা হলেন। বরিস ও ক্যারি এক যৌথ বিবৃতিতে তাঁদের পুত্রসন্তান হওয়ার কথা প্রকাশ করেন।

কেমন আছে বরিসের সন্তান ও তার মা?

কেমন আছে বরিসের সন্তান ও তার মা?

প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, লন্ডনের একটি হাসপাতালে শিশুপুত্রের জন্ম দিয়েছেন বরিসের স্ত্রী। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। ব্রিটেনে করোনা পরিস্থিতি ভয়াবহ। এই আহবে কয়েকদিন আগেই নিজেও করোনার শিকার হয়েছিলেন বরিস। সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করতে সক্ষম হয়েছেন। ফিরেছেন কাজে।

করোনা আতঙ্ক

করোনা আতঙ্ক

তখনই জানা গিয়েছিল, সন্তানসম্ভবা বাগদত্তা ক্যারি। তবে খবর প্রকাশ হতেই আনন্দের থেকে দেখা গিয়েছিল আশঙ্কার। প্রশ্ন উঠেছিল, ক্যারি ও তাঁর সন্তানের করোনা হবে না তো? তবে সবাইকে স্বস্তি দিয়ে সুস্থ রয়েছেন মা ও সন্তান দুই জনেই।

লকডাউন জারি থাকবে ব্রিটেনে

লকডাউন জারি থাকবে ব্রিটেনে

এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করেনাভাইরাস প্রাদুর্ভাবের সর্বাধিক ঝুঁকির মুহূর্তে এখন যুক্তরাজ্য। তিনি জনগণকে লকডাউন নিয়ে অধৈর্য না হওয়ার আহবান জানিয়েছেন। সোমবার কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পর প্রথমবারের মতো সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে জনগণের উদ্দেশে বক্তব্য দেন বরিস জনসন।

ব্রিটেনের করোনা পরিস্থিতি

ব্রিটেনের করোনা পরিস্থিতি

ব্রিটেনে এই মুহূর্তে ১ লক্ষ ৬০ হাজার জন করোনায় আক্রান্ত। এদের মধ্যে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৬৭৮ জন। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১ লক্ষ ৩৯ হাজার জন।

English summary
boris johnson becomes father after recovering from coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X