For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রন রুখতে কার্যকর ভ্যাক্সজেভরিয়ার বুস্টার ডোজ, দাবি অ্যাস্ট্রাজেনেকা

ওমিক্রন রুখতে কার্যকর ভ্যাক্সজেভরিয়ার বুস্টার ডোজ, দাবি অ্যাস্ট্রাজেনেকা

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে '‌ভ্যাক্সজেভরিয়া’‌ টিকাকে 'কার্যকর’ হিসেবে দাবি করেছে ব্রিটিশ–সুইডিশ ওষুধপ্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ দাবি করেছে, করোনার বিরুদ্ধে তৃতীয় টিকা হিসেবে তাদের তৈরি 'ভ্যাক্সজেভরিয়া’ টিকা শরীরে ওমিক্রনের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকরী অ্যান্ডিবডি তৈরি করতে পারে। শুধু ওমিক্রনই নয়, নোভেল করোনা ভাইরাসের বিটা, আলফা, গামা, ডেল্টা রূপের বিরুদ্ধেও 'ভ্যাক্সজেভরিয়া’ সমান কার্যকরী বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

ওমিক্রন রুখতে পারদর্শী ভ্যাক্সজেভরিয়া

ওমিক্রন রুখতে পারদর্শী ভ্যাক্সজেভরিয়া

ভ্যাক্সজেভরিয়া বা এমআরএনএ ভ্যাকসিন দিয়ে আগে টিকা দেওয়া ব্যক্তিদের মধ্যে ফলাফলগুলি পরিলক্ষিত হয়েছে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা টুইটে বলেছেন, '‌এটা খুবই উৎসাহ দেওয়ার মতো খবর, অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান অ্যান্ড্রু পোলার্ডের কথায় অ্যাস্ট্রাজেনেকা/‌অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালে দেখা গিয়েছে যে তিনটে ডোজ ওমিক্রনের বিরুদ্ধে ভালো সুরক্ষা দিতে সক্ষম।'‌ এখানে উল্লেখ্য, অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে সাব-লাইসেন্স চুক্তির অধীনে ভ্যাক্সজেভরিয়া কোভিশিল্ড নামে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তৈরি ও সরবরাহ করবে।

তৃতীয় ডোজ ভ্যাক্সজেভরিয়া

তৃতীয় ডোজ ভ্যাক্সজেভরিয়া

অ্যাস্ট্রাজেনেকার এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মিনে প্যাঙ্গালোস এক বিবৃতিতে বলেন, '‌বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষকে এই কোভিড-১৯ থেকে সুরক্ষা দিয়েছে ভ্যাক্সজেভরিয়া এবং এর তথ্য দেখিয়েছে যে তৃতীয় ডোজ বুস্টার হিসাবে এটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেখানে অন্যান্য ভ্যাকসিনের পরে ব্যবহার করা সহ।'‌ তিনি এও জানিয়েছেন যে মহামারির জন্য যে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে ও ওমিক্রন ভ্যারিয়েন্টে ভ্যাক্সজেভরিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়াকে সামনে রেখে এই সংস্থা একে তৃতীয় বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করার জন্য গোটা বিশ্বের নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদনের জন্য আবেদন করা জারি রাখবে।

একই ভ্যাকসিনের বুস্টার ডোজ বেশি কার্যকর

একই ভ্যাকসিনের বুস্টার ডোজ বেশি কার্যকর

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান ও ডিরেক্টর অ্যান্ড্রু জে পোলার্ড বলেন, '‌এই গুরুত্বপূর্ণ গবেষণা দেখিয়েছে যে একই ভ্যাকসিনের দুটি প্রাথমিক ডোজ বা এমআরএনএ বা নিষ্ক্রিয় ভ্যাকসিনের পরে ভ্যাক্সজেভরিয়া তৃতীয় ডোজ হিসাবে কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।' তিনি এও জানিয়েছেন যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেশ‌গুলির জনসংখ্যার ওপর রোগ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে এবং বুস্টার ডোজের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রত্যেকটি দেশ। এক্ষেত্রে একই ভ্যাকসিনের বুস্টার ডোজ বেশি কার্যকারিতা দেখাতে পারবে।

 কোভিশিল্ড টিকা

কোভিশিল্ড টিকা

উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে হাত মিলিয়েই ভারতে কোভিশিল্ড টিকা আনা হয়েছো। তাই ভারতে কোভিশিল্ডপ্রাপ্তদের শরীরে সংস্থার তৃতীয় টিকা ওমিক্রনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ গড়ে তুলবে বলে মনে করছেন গবেষকরা। একই সঙ্গে মডার্নার তৈরি টিকা নিয়েছেন যাঁরা, তাঁদের ক্ষেত্রেও তৃতীয় টিকা কার্যকরী বলে দাবি তাঁদের। ওমিক্রনের বিরুদ্ধে যাতে তাদের তৈরি টিকাকে বুস্টার ডোজ বা তৃতীয় টিকা হিসেবে ব্যবহার করা হয়, তার জন্য খুব শীঘ্র বিভিন্ন দেশের কাছে পরীক্ষার ফলাফল জমা দিতে চলেছে অ্যাস্ট্রাজেনেকা। ৯০টি বেশি দেশে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, করোনা মহামারির পর অ্যাস্ট্রাজেনেকা আড়াই কোটি ডোজ টিকা সরবরাহ করছে।

English summary
Vaxzevria effective as a third dose to control Omicron
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X