For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রন রোধেও কার্যকরী বুস্টার ডোজ, কমাচ্ছে হাসপাতালে ভর্তি, বলছে আমেরিকার গবেষণা

  • |
Google Oneindia Bengali News

ভ্যাকসিনের দুটো টিকা নিয়েও প্রচুর মানুষ করোনা সংক্রমিত হয়েছেন বিশ্বজুড়ে৷ যদিও অন্য ওয়েভগুলির তুলনায় এবার অনেক কম সংখ্যায় মানুষকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং অক্সিজেনের প্রয়োজনীয়তাও অনেকটা কম৷ সম্প্রতি আমেরিকার একটি গবেষণা জানাচ্ছে দুটি ডোজ পর্যাপ্ত নয়, দুটি ডোজের পর বুস্টার ডোজ নিলে তবেই মিলবে পর্যাপ্ত সুরক্ষা৷

ওমিক্রন রোধেও কার্যকরী বুস্টার ডোজ, কমাচ্ছে হাসপাতালে ভর্তি, বলছে আমেরিকার গবেষণা

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর তিনটি নতুন গবেষণা উঠে এসেছে যে বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৯০ শতাংশ কমিয়ে দিতে পারে। প্রসঙ্গত ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন সুরক্ষার জন্য এটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বড় গবেষণা। শুক্রবার প্রকাশিত ওই গবেষণায় আরও বলা হয়েছে যে, টিকা না নেওয়া ব্যক্তিদের করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি৷ টিকাহীন ব্যক্তিরা গুরুতর উপসর্গ নিয়ে হাসপাতালেও ভর্তি হতে পারেন।

সিডিসির এই গবেষণার মূল বিষয় হল ভ্যাকসিন তৈরি ইমিউনিটি হ্রাস, এবং করোনা রোধে এমআরএনএ ভ্যাকসিন কার্যকারিতা। প্রথম গবেষণায় ২০২১ সালের অগাস্ট থেকে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে প্রায় ৮৮ হাজার রোগীর নমুনা নিয়ে সমীক্ষায় দেখা গিয়েছে যে দুটি ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা ওমিক্রনের বিরুদ্ধে হাসপাতালে 57 শতাংশ কম ভর্তি হয়েছেন৷ দ্বিতীয় শট নেওয়ার অন্তত ছ'মাস পরে বুস্টার ডোজ নেওয়া ব্যক্তিরা ওমিক্রন থেকে ৯০ শতাংশ ইমিউনিটি পেয়েছেন৷ এছাড়াও, বুস্টার ডোজ নেওয়া ব্যক্তিরা আবার করোনা করোনা সংক্রমিত হলেও ৮২ শতাংশের ক্ষেত্রে কোনও রকম এমার্জেন্সি মেডিক্যাল পরিসেবার প্রয়োজন হয়নি!

গবেষনায় দেখা গিয়েছে শুধু দ্বিতীয় ডোজ যাি অন্তত ছয় মাস আগে নেওয়া হয়ে থাকে তাহলে তা করোনা বা ওমিক্রনের বিরুদ্ধে মাত্র৩৮ শতাংশ কার্যকরী। সিডিসির দ্বিতীয় গবেষণাটি ২০২১ এর ৪ এপ্রিল থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫ টি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হারের দিকে নজর রেখে করা হয়েছে এবং গবেষণায় দেখা গিয়েছে যে যারা বুস্টার ডোজ গ্রহণ করেছেন তাদের ওমিক্রন দ্বারা সংক্রমিত হওয়ার সংখ্যাও তুলনামূলক কম।

English summary
according to a US study, the booster dose, which is also effective in preventing omicron, is reducing hospital admissions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X