For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বম্ব সাইক্লোনে বিধ্বস্ত আমেরিকা, আবহাওয়ার বিরাট পরিবর্তনে তাপমাত্রা নেমেছে মাইনাস ৪৮-এ

আমেরিকায় শুরু হয়েছে বম্ব সাইক্লোন। শৈত্যঝড়ের ফলে অন্ধকারে ডুবে গিয়েছে বিস্তীর্ণ অঞ্চল। তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাস ৪৮ ডিগ্রিতে। তুষার ঝড় চলছে, তার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় আড়ষ্ট হয়ে গিয়েছে একটি বড় এলাকা।

  • |
Google Oneindia Bengali News

আমেরিকায় শুরু হয়েছে বম্ব সাইক্লোন। শৈত্যঝড়ের ফলে অন্ধকারে ডুবে গিয়েছে বিস্তীর্ণ অঞ্চল। তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাস ৪৮ ডিগ্রিতে। তুষার ঝড় চলছে, তার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় আড়ষ্ট হয়ে গিয়েছে একটি বড় এলাকা। এমনই অবস্থা যে ফুটন্ত গরম জলও সঙ্গে সঙ্গে বরফে পরিণত হয়ে যাচ্ছে।

আমেরিকায় বড়দিনের আগে বম্ব সাইক্লোন

আমেরিকায় বড়দিনের আগে বম্ব সাইক্লোন

বড়দিনের আগে আমেরিকা ঠান্ডায় জমে গিয়েছে। তুষারঝড়ের সঙ্গে বিদ্যুৎহীন অবস্থান আমেরিকার জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। শুক্রবার সন্ধ্যা থেকেই সমস্যা বাড়তে শুরু করে। অন্ধকার হয়ে যায় আমেরিকার একাংশ। অন্ধকারে ডুবে রয়েছে একাধিক সড়ক। ঝড়ের জেরে বাতিল হয়েছে কয়েক হাজার বিমান।

তীব্র তুষার ঝড়ে রাস্তাঘাট সাদা বরফে ঢাকা

তীব্র তুষার ঝড়ে রাস্তাঘাট সাদা বরফে ঢাকা

তবে বেশ কিছু এলাকায় ঘণ্টা চারেক পরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে। এখনও বেশ কিছু অংশ অন্ধকারে ডুবে রয়েছে। তীব্র তুষার ঝড়ে রাস্তাঘাট সাদা বরফে ঢেকে গিয়েছে। আমেরিকার আবহাওয়া দফতর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে জানিয়েছে, এই পরিস্থিতি য়ে তৈরি হতে পারে, তা আগে থেকে সতর্ক করা হয়েছিল।

আবহাওয়ায় চরম পরিবর্তনে মহাসঙ্কটাবস্থা

আবহাওয়ায় চরম পরিবর্তনে মহাসঙ্কটাবস্থা

আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফে আমেরিকার জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ মানুষকে সাবধান করে দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রায় ২৪ কোটি মানুষকে আবহাওয়ার চরম অবস্থা বা এই খামখেয়ালিপনা থেকে সতর্ক করা হয়। আমেরিকার আবহাওয়ায় চরম পরিবর্তনে তৈরি হয়েছে মহাসঙ্কটাবস্থা।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের সতর্কতা

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের সতর্কতা

আমেরিকার আবহাওয়া দফতর ন্যাশনাল ওয়েদার সার্ভিস আরও জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ডাকোটা, ওকলাহোমা, আইওয়া-সহ আরও বেশ কয়েকটি এলাকায় প্রশাসনের তরফে সাধারণ মানুষকে ঘর থেকে থেকে না বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওকলাহোমায় তুষারাচ্ছন্ন রাস্তায় দুর্ঘটনার করাণে দু-জনের মৃত্যু হয়েছে।

আমেরিকার শৈত্য ঝড় বম্ব সাইক্লোনে পরিণত

আমেরিকার শৈত্য ঝড় বম্ব সাইক্লোনে পরিণত

আমেরিকার আবহবিদরা আরও জানিয়েছিলেন, শুক্রবার আমেরিকার শৈত্য ঝড় বম্ব সাইক্লোনে পরিণত হতে পারে। এর ফলে তীব্র বেগে বইবে ঠান্ডা হাওয়া। আর সেটাই ঘটেছে আমেরিকায়। বম্ব সাইক্লোন চলেছে শুক্রবার। মিনিয়াপোলিস, শিকাগো এবং উত্তর ও পশ্চিম মিশিগান তুষারঝড় শুরু হয়েছে।

তুষারঝড়ের ফলে হতে পারে ফ্রস্টবাইট

তুষারঝড়ের ফলে হতে পারে ফ্রস্টবাইট

আমেরিকার হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে আমেরিকাবাসীকে আরও বিপাকে পেলতে পারে তুষারঝড়। তুষারঝড়ের ফলে হতে পারে ফ্রস্টবাইট। তাপমাত্রা অত্যন্ত কমে গেলে মানুষের শরীরেও রক্ত চলাচল কমে যায়। উষ্ণ রক্তের অভাবে দেহের বিভিন্ন অঙ্গ জমে যেতে পারে ঠান্ডায়, কাজ করতে পারে না। নাক, কান, গলার সমস্যা তো বটেই হাত ও পায়ের আঙুলেও তৈরি হয় ক্ষত। শারীরিক এই সমস্যাকেই বলা হয় ফ্রস্টবাইট।

English summary
Bomb Cyclone continued in America and temperature reduced in minus 48.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X