For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোত্তা খাওয়ার মতো মাটিতে এসে পড়ল বিমান, কিউবায় ভয়াবহ ঘটনা, মৃত ১০৪

কিউবার রাজধানী হাভানায় ভয়াবহ বিমান বিপর্যয়কাণ্ড। এতে অন্তত ১০৪ জনের মৃত্যু হয়েছে।

Google Oneindia Bengali News

কিউবার রাজধানী হাভানায় ভয়াবহ বিমান বিপর্যয়কাণ্ড। এতে অন্তত ১০৪ জনের মৃত্যু হয়েছে। হাভানা বিমানবন্দরের লাগোয়া একটি হাইস্কুলের ক্যাম্পাসে বিমানটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।

আকাশ থেকে সোজা মাটিতে আছাড় বিমানের

জানা গিয়েছে, বিমানটি কিউবার অন্তঃদেশীয় উড়ান হিসাবে কাজ করত। এদিন বিমানটি হাভানা থেকে হলগুইন যাচ্ছিল। স্থানীয় সময় বেলা সাড় বারোটায় বিমানটি হাভানা বিমানবন্দরের পাশে একটি স্কুল ক্যাম্পাসে ভেঙে পড়ে। বিমানবন্দরের পাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখে চাঞ্চল্য ছড়ায়। এরপরই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছতেই দেখা যায় এক মর্মান্তিক পরিণতি। খবর যায় অ্যাম্বুল্যান্সে। পরে জানা যায় বিমানটি খানিক আগেই আকাশে উঠেছিল। টেক-অফের কিছুক্ষণ পরেই এই ঘটনা।

বিমানটিতে কর্মী ও যাত্রী মিলিয়ে অন্তত ১০৪ জন ছিলেন। এখনও পর্যন্ত পাওয়া খবরে এঁদের সকলেরই মৃত্যু হয়েছে। যে বিমানটি ভেঙে পড়েছে তা ছিল বোয়িং ৭৩৭। বিমানটির অবস্থা ভালো নয় বলেই ৩ মাস আগে জানানো হয়েছিল। তবে,কিউবা উপরে মার্কিন নিষেধাজ্ঞা থাকায় হাভানাকে বিমান কেনা নিয়ে পুরোপুরি রাশিয়া ও ইউরোপিয়ান দেশগুলোর উপরে নির্ভর করতে হয়। ফি বছর হাভানা বিমানবন্দরে অন্তত ৬০ লক্ষ যাত্রীর আনোগানো লেগেই থাকে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানটি হাভানার জোসে মার্তি বিমানবন্দরের কাছে মাটিতে আঁছড়ে পড়তেই তাতে বিস্ফোরণ হয়। তবে, জীবিত অবস্থায় তিন জনকে উদ্ধার করা হয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কীভাবে বিমানটি টেক-অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।

English summary
boeing crash in havana, plane crash in 104 feared dead in a plane crash in cuba
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X