For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ভারতের অংশ, পিওকে পাকিস্তানকে ছেড়ে দিতে বললেন ব্রিটিশ সাংসদ

আবারও আন্তর্জাতিক মঞ্চে দল ভারী হল ভারতের। এবার কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়ালেন ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান। পাকিস্তানকে রীতিমত আক্রমণ করে বব বলেছেন, কাশ্মীর ভারতের অংশ।

Google Oneindia Bengali News

আবারও আন্তর্জাতিক মঞ্চে দল ভারী হল ভারতের। এবার কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়ালেন ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান। পাকিস্তানকে রীতিমত আক্রমণ করে বব বলেছেন, কাশ্মীর ভারতের অংশ। পাকিস্তানের উচিত পিওকে ভারতকে ছেড়ে দেওয়া। কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের নালিশ কিছুতেই মেনে নিতে রাজি নন তিনি। পাকিস্তান যে এটা ভাল কাজ করেনি সেটা বুঝিয়ে দিয়েছেব বব।

কাশ্মীর ভারতের অংশ, পিওকে পাকিস্তানকে ছেড়ে দিতে বললেন ব্রিটিশ সাংসদ

ব্রিটিশ সাংসদের দাবি কাশ্মীর একেবারেই ভারতের অভ্যন্তরীন বিষয়। এখানে পাকিস্তানের কথা বলার কোনও জায়গাই নেই। উল্টে পিওকে পাকিস্তানের ছেড়ে দেওয়া উচিত যাকে কাশ্মীর পূর্ণতা পায়। এমনই দাবি করেছেন বব।

কয়েকদিন আগেই পাকিস্তান কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে। পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি নিজে সেকথা বলেছিলেন। গত শুক্রবার পিওকে-র মুজফফরাবাদেও কাশ্মীরের বাসিন্দাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় কাশ্মীর ইস্যু উত্থাপন করবেন বলেও এদিন জানিয়েছিলেন ইমরান।

[কাশ্মীর নিয়ে অভিযোগ করায় মালালাকে পাল্টা আক্রমণ বিজেপি সাংসদের][কাশ্মীর নিয়ে অভিযোগ করায় মালালাকে পাল্টা আক্রমণ বিজেপি সাংসদের]

ভারত যদিও এই বিষয়ে একেবারেই অনড় মনোভাবে চলছে। কাশ্মীর ইস্যুকে কোনও তৃতীয় পক্ষের সঙ্গে আলোচনায় যেতে রাজি নয় ভারত সেকথা স্পষ্ট করে দিয়েছে। তাই রাষ্ট্রপুঞ্জের সাধারণসভায় কাশ্মীরের প্রসঙ্গে কোনও কথা বলতে নারাজ মোদী।

English summary
Bob Blackman said that Jammu and Kashmir was part of sovereign India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X