For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইশরাক হোসেন: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা গ্রেপ্তার

ইশরাক হোসেন: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা গ্রেপ্তার

  • By Bbc Bengali

ইশরাক হোসেন
BBC
ইশরাক হোসেন

ঢাকায় বিএনপির একজন নেতা ইশরাক হোসেনকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ অবশ্য বলছে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামী তিনি এবং সেই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন কয়েক বছর আগে বিএনপির রাজনীতিতে এসে বেশ আলোচিত হন।

তিনি সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ওই নির্বাচনে অবশ্য পরাজিত হন তিনি।

বিরোধী দল বিএনপির অনেক নেতাকর্মীকেই মাঠের আন্দোলনে খুব একটা সক্রিয় দেখা না গেলেও বিভিন্ন ইস্যুতেই তাকে মাঠে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা যায়।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যপক উপস্থিতির কারণে বিএনপির অপেক্ষাকৃত তরুণ ও নবীন অংশের মধ্যে তার বেশ একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে।

গ্রেপ্তারের পর পুলিশ বলছে তাকে আজ আদালতে উপস্থাপন করা হতে পারে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত বিবিসি বাংলাকে বলেন, মিস্টার হোসেনের বিরুদ্ধে পুরনো মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।

"দুই হাজার কুড়ি সালের একটি মামলায় আদালতের ওয়ারেন্ট ছিলো। ইশরাক হোসেন সেটি জানেন। সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে," বলছিলেন এই পুলিশ কর্মকর্তা।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

খালেদা জিয়া: রাজনৈতিক যত সফলতা এবং ভুল

সমঝোতা করে যে পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছিলেন তারেক রহমান

ওয়ান ইলেভেনে পশ্চিমা দূতদের গোপন ও প্রকাশ্য যত ভূমিকা

বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিতে মতিঝিল গিয়েছিলেন তিনি।

'নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা এবং সরকার দলীয় সিন্ডিকেটের দুর্নীতির' বিরুদ্ধে এ কর্মসূচি দিয়েছিলো শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ ইউনিট।

কর্মসূচিতে অংশ নিয়ে লিফলেট বিতরণের সময় শাপলা চত্বর এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।

পরে আদালতের পরোয়ানা অনুযায়ী মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পুলিশ বলছে যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি ২০২০ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছিলো।

মাত্র কয়েক বছর আগে রাজনীতিতে যোগ দিয়েই বিরোধী দল বিএনপির তরুণ নেতাদের মধ্যে মিস্টার হোসেন বেশ আলোচিত হয়ে উঠেছেন মি. হোসেন।

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপক সক্রিয় থাকায় দলটির তরুণ নেতাকর্মীদের মধ্যে তার জনপ্রিয়তা আছে।

ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ২০২০ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা মহানগর দক্ষিণে বিরোধী দল বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছিলেন।

তবে তিনি নির্বাচনে পরাজিত হওয়ার পর সরকারি দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন।

দুই হাজার উনিশ সালে পিতার মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠা মিস্টার হোসেন বর্তমানে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য।

সামাজিক যোগাযোগের মাধ্যমে সক্রিয় মি. হোসেনকে প্রায়ই ফেসবুক-ইউটিবে গরম গরম বক্তব্য দিতে দেখা যায়।

এগুলোর বাস্তব প্রতিফলন কি তিনি ঘটাতে পারবেন?

গত জানুয়ারি মাসে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "বাংলাদেশের পরিস্থিতির কারণে আমি এভাবে বক্তব্য দিতে বাধ্য হচ্ছি"।

"বর্তমানে যে অগণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, সেটির বিরুদ্ধে আমরা যে সংগ্রাম করছি, সেই কারণে কিন্তু আমাদের এই ভাষা বেছে নিতে হচ্ছে", বিবিসির আকবর হোসেনকে দেয়া সাক্ষাৎকারে গত জানুয়ারি মাসে বলেছিলেন ইশরাক হোসেন।

English summary
BNP leader Israk Hossin arrested for oppose price hike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X