For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীল তিমিদের নেশা তাড়াতে বাজারে হাজির গোলাপি তিমি

নীল তিমিদের নেশা তাড়াতে বাজারে হাজির গোলাপি তিমি

  • |
Google Oneindia Bengali News

সারা বিশ্বের বহু স্কুল পড়ুয়া তথা কিশোর, ব্লু হোয়েল চ্যালেঞ্জের নীল গ্রাসের জালে পড়ে নিজেদের সম্ভাবনাময় জীবনকে শেষ করে দিচ্ছে। ইওরোপ , আমেরিকার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে ব্লু হোয়েলের মারক নেশা। এই নেশার খপ্পরে পড়ে আত্মঘাতী হয়েছে একাধিক কিশোর। ভারতে এর প্রভাবে এ পর্যন্ত ৫ জন কিশোরের আচমকা আত্মহত্যার খবর উঠে আসে। ভারত সরকারের তরফে এই গেমকে নিয়ে কড়া নির্দেশিকাও দেওয়া হয়েছে।

[আরও পড়ুন:'নীল তিমি'র ওপর লাগাম , অবিলম্বে সরাতে হবে লিঙ্ক, নির্দেশ দিল কেন্দ্র][আরও পড়ুন:'নীল তিমি'র ওপর লাগাম , অবিলম্বে সরাতে হবে লিঙ্ক, নির্দেশ দিল কেন্দ্র]

অনলাইন মারক গেম ব্লু হোয়েলের হাত থেকে গোটা একটা প্রজন্মকে রক্ষা করতে, বাজারে এসেছে নতুন এক গেম ,'পিঙ্ক হোয়েল'। জেনে নেওয়া যাক ঠিক কী এই পিঙ্ক হোয়েল গেম।

ইতিবাচক ভাবনা

ইতিবাচক ভাবনা

ব্লু হোয়েল গেম মূলত কিশোরের মনকে বিষিয়ে দিয়ে ,তাকে নেতিবাচক চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ করে। যা থেকে কিশোর কিশোরীদের মধ্যে মৃত্যু মুখে চলে যাওয়ার প্রবণতা দেখা যায়। তবে পিঙ্ক হোয়েল সেই 'নীল' চেতনাকে সরিয়ে, খেলায় অংশ নেওয়া কিশোর কিশোরীদের মধ্যে জীবনবোধ বাড়িয়ে তুলতে চেষ্টা করছে। 'পিঙ্ক হোয়েল' চ্যালেঞ্জে প্রতিযোগীদের মধ্যে ইতিবাচক ভাবনা বাড়িয়ে তোলা হয়।

পিঙ্ক হোয়েল ও কয়েকটি তথ্য

পিঙ্ক হোয়েল ও কয়েকটি তথ্য

ব্লু হোয়েল চ্যালেঞ্জের জন্ম ছিল রাশিয়ায়। ফলে এই অনলাইন গেম শুরুর দিকে , রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে একের পর এক কিশোরের রহস্যময় আত্মহত্যার খবর আসছিল। এরপর এই মারক গেমের হাত থেকে গোটা একটা প্রজন্মকে বাঁচাতে ব্রাজিল থেকে শুরু হয় এই নতুন গেম 'পিঙ্ক হোয়েল'। বিভিন্ন ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এই পিঙ্ক হোয়েল গেম সম্পর্কে বিস্তারিত জানানো হচ্ছে।

পিঙ্ক হোয়েলের উদ্দেশ্য

পিঙ্ক হোয়েলের উদ্দেশ্য

ফেসবুকে প্রায় ৩, ৪০, ০০০ ফলোয়ার নিয়ে পিঙ্ক হোয়েল চাইছে ভালোবাসা ও প্রেমের বার্তা দুনিয়া জুড়ে ছড়িয়ে দিতে। পিঙ্ক হোয়েলের পর্তুগিজ পেজে জানানোও হয়েছে যে, তারা কোনও সেল্ফ হেল্প গ্রুপ নয়, বরং দুনিয়াকে ইতিবাচক ও ভালোবাসার ভাবনায় উদব্ুদ্ধ করতেই তাদের এই উদ্যোগ।

পিঙ্ক হোয়লে সরকারি সমর্থন

পিঙ্ক হোয়লে সরকারি সমর্থন

ব্লু হোয়েলের মারক নেশা কমাতে পিঙ্ক হোয়েল গেম আসায়, ব্রাজিলের সাও পাওলো সরকারের তরফ থেকে এই গেমকে সমর্থন জানানো হয়েছে। যাতে দেশের মানুষ জীবনবোধে উদ্বুদ্ধ হতে পারে। এই উদ্যোগে বিনিয়োগ রয়েছে সরকারের তরফে।

কীভাবে পিঙ্ক হোয়েল গেম খেলা যাবে ?

কীভাবে পিঙ্ক হোয়েল গেম খেলা যাবে ?

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়াও এই গেম ডাউনলোড করা যাবে baleiarosa.com.br থেকে। অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসে এগুলি পাওয়া যাবে। এই মোবাইল অ্যাপে ইংলিশ, পর্তুগিজ, স্প্যানিশ এই সমস্ত ভাষাতেও মোবাইল অ্যাপ পাওয়া যাচ্ছে পিঙ্ক হোয়েলের।

কী কী ধরণের চ্যালেঞ্জ থাকে এই পিঙ্ক হোয়েলে ?

কী কী ধরণের চ্যালেঞ্জ থাকে এই পিঙ্ক হোয়েলে ?

পিঙ্ক হোয়েল চ্যালেঞ্জে প্রতিযোগীদের বলা হয়, কীভাবে সে অন্যকে সাহায্য করবে, তা নিয়ে একটি লেখা লিখতে। প্রতিটি প্রতিয়োগী একে অন্যকে স্মাইলি 'পাস' করবেন। এছাড়াও নির্দেশিকা থাকে, নিজের সোশ্যাল মিডিয়া পেজে গিয়ে লিখতে যে ‘I am beautiful'। এছাড়াও বলা হয়, কাউকে ক্ষমা করতে, কারোর কাছে নিত শিকার করে ক্ষমা চাইতে, যে বেশি কথা বলে নি সেরকম ব্যক্তির সঙ্গে অনবরত কথা বলতে বলা হয় এই চ্যালেঞ্জের প্রতিযোগীদের।

পিঙ্ক হোয়েলে নেই বাধ্যবাধকতা

পিঙ্ক হোয়েলে নেই বাধ্যবাধকতা

ব্লু হোয়লে চ্যালেঞ্জে যেভাবে প্রতিযোগীদের বাধ্য করা হয় , তেমন ভাবে কোনও বিধি নিষেধ নেই পিঙ্ক হোয়েলে। সেখানে পর পর চ্যালেঞ্জ গুলিকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে কোনও বিধি আরোপ করা হয়না। পুরোটাই প্রতিযোগীদের ইচ্ছাধীন।

English summary
The Pink Whale Challenge is an easily accessible challenge available online that sets out daily tasks for those who participate. But this challenge is diametrically opposite to the Blue Whale suicide challenge which has been linked to many deaths.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X