চিন ফের মুখ থুবড়ে পড়ল! এবার স্যাটেলাইট ঘিরে বড় ধাক্কা জিনপিংয়ের দেশে
কয়েকদিন আগেই একটি রিপোর্টে বলা হয়েছিল, চিন যুদ্ধনীতিতে বড় পরিবর্তন আনার চেষ্টা করছে। আর সেই পরিবর্তন এবার স্থল, জলের সীমানা ছাড়িয়ে অন্তরীক্ষের দিকে এগোচ্ছে। জানা গিয়েছিল , প্রযুক্তির নির্ভরতায় থেকে মহাকাশে স্যাটেলাইটের হাত ধরে যুদ্ধনীতিকে নতুন মলাট দিতে চাইছে শক্তিধর চিন। এমন এক প্রেক্ষপটে চিনের সেনার নিয়ন্ত্রণে থাকা চিনের মহাকাশ গবেষণা মুখ থুবড়ে পড়ল।

চিন খেল ধাক্কা
চিনের স্যাটেলাইট জিলিন-১ গাওফেন ০২সি এদিন প্রিসেট অরবিটে প্রবেশ করতে পারেনি। বেজিংয়ের অফিশিয়াল মিডিয়া একথা জানিয়েছে। এই স্যাটেলাই চিনের মহাকাশ দাপটের লড়াইয়ে একটি বড় পদক্ষেপ ছিল বলে খবর।

অস্বাভাবিক পারফরম্যান্স
চিনের স্থানীয় সময় , দুপুর ১:০২ মিনিটে কৌঝু ওয়ান এ কেরিয়ার রকেট চিনের জিয়াকুয়ান স্যাটেলাই
লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপিত হয়। তবে মাঝ রাস্তাতেই তা অস্বাভাবিক আচরণ করতে থাকায়, গোটা মিশন মুখ থুবড়ে পড়েছে।

মহাকাশ দখলে চিন সেনা
২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে একাধিক মহাকাশ যান ও মহাকাশ সমরাস্ত্র নিয়ে তোড়জোড় চালিয়েছে চিনের সেনা। ৪০ টির মধ্যে ২২ টি স্পেস ভেহিক্যাল চিন ইতিমধ্যেই উৎক্ষেপণ করেছে।

বেইডুয়ো স্যাটেলাইট ও চিন শক্তি
উল্লেখ্য, বহু বিশেষজ্ঞের দাবি, চিন মনে করে যে সামরিক পেশীশক্তির হাত ধরেই রাষ্ট্রশক্তি বজায় থাকে। বর্হিবিশ্বেও যাবতীয় নীতিকে অধীনে রাখে সামরিক শক্তি। আর সেই শক্তিতে ভর করে চিনের বেইডুয়ো স্যাটেলাইট মহাকাশে দাপট দেখাচ্ছে। ৩০ টি এমন স্যাটেলাইট মহাকাশ থেকে চিনকে বহু গোপন লোকেশন সম্পর্কে যেমন খোঁজ পাঠায় , তেমনই শর্ট মেজেস সিস্টেম ও ব়্যাপিড পজিশনিং সম্পর্কেও তথ্য দেয়।
চবনপ্রাশ থেকে হলুদ দুধ, করোনা সারিয়ে ওঠা রোগীকে নিয়ে কেন্দ্রের বিশেষ 'গাইডলাইন' একনজরে
