For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্ধ প্রাণীর নাম রাখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে

নতুন আবিষ্কার হওয়া অন্ধ একটি ক্ষুদ্র পশুর নাম রাখা হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামে।

  • |
Google Oneindia Bengali News

নতুন আবিষ্কার হওয়া অন্ধ একটি ক্ষুদ্র পশুর নাম রাখা হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামে। আবহাওয়ার পরিবর্তন নিয়ে মার্কিন রাষ্ট্রপতির যে অবস্থান, তার সমালোচনা করেই এই পদক্ষেপ করেছে যুক্তরাজ্য ইংল্যান্ডের সংস্থা এনভাইরোবিল্ড। নতুন প্রাণীটির নাম রাখা হয়েছে ডেরমোফিস ডোনাল্ডট্রাম্পি। এই প্রাণীটির কোনও পা নেই, দৃষ্টিশক্তিও খুব খারাপ।

অন্ধ প্রাণীর নাম রাখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে

তবে এখনও নামটি রিভিউ হবে। যদিও এর আগেও রাষ্ট্রপতির নামে প্রাণীর নাম রাখা হয়েছে।

বিলেতের সংস্থা এনভাইরোবিল্ড এর মালিক এইডেন বেল নামটি বেছে নিয়েছেন। তার জন্য নিলামে হাজার হাজার ডলার খরচ করতে হয়েছে তাঁকে। প্রাণীটি অন্ধ হওয়ার পাশাপাশি নিজের মাথা মাটিতে ঠুকতে পারে। এই বৈশিষ্ট্যগুলি ট্রাম্পের সঙ্গে মেলে বলে কটাক্ষ করেছেন বেল।

যে প্রাণীটির নাম রাখা হয়েছে ট্রাম্পের নামে, সেই ডেরমোফিস ডোনাল্ডট্রাম্পি ১০ সেমি লম্বা। সম্প্রতি এটিকে পানামায় একদল বিজ্ঞানী খুঁজে পেয়েছেন।

এর নামকরণের সত্ত্ব এনটি স্বেচ্ছাসেবি সংস্থা নিলাম করেছে। সেখানেই ৩৪ হাজার ৪৭৮ ডলারে ডেরমোফিস ডোনাল্ডট্রাম্পি নামটি কিনেছেন এইডেন বেল।

মার্কিন রাষ্ট্রপতি হয়ে আসার পরে ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসেন। এর মাধ্যমে নানা দেশে বিশ্ব উষ্ণায়নের মাত্রা নিয়ন্ত্রণে রাখার বিষয়ে মনোযোগ দেওয়া হয়েছিল। যা নিয়ে সারা বিশ্বে সমালোচনা শুরু হয়েছে। বিলেতের নাগরিক হিসাবে এইডেন এভাবেই নিজের প্রতিবাদ জানিয়েছেন।

English summary
Blind animal to be named after US President as 'Dermophis Donaldtrumpi'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X