For Quick Alerts
For Daily Alerts
শ্রীলঙ্কা: ফের নতুন করে বিস্ফোরণে কেঁপে উঠলো কলম্বো
ফের নয়া বিস্ফোরণ কলম্বোয়। রবিবারের নারকীয় হত্যালীলার পর এদিন ফের নতুন করে কলম্বোর পুগোড়া টাউনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই মুহূর্তে হতাহতের খবর কিছু মেলেনি।

রবিবাসরীয় শ্রীলঙ্কায় পর পর ৬ টি বিস্ফোরণের পর সোমবারও একটি বিস্ফোরমের খবর আসে। এরপর গোটা শ্রীলঙ্কা জুড়ে আরও ৮৭ টি জায়গা থেকে উদ্ধার হতে থাকে বিস্ফোরক। সোমবার সকালেই কলম্বোর বিমানবন্দরে উদ্ধার হয়েছে আইইডি। এরপর বুধবার শ্রীলঙ্কার স্যাভয় সিনেমা হলের সামনে থেকে উদ্ধার হয় বোমা।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় আরও এক বড়সড় বিস্ফোরণ ঘটানোর গোপন ছক কষছে জঙ্গিরা, এমন তথ্য শ্রীলঙ্কাকে জানানো হয়েছে ভারতের তরফে। এদিকে, গোটা শ্রীলঙ্কা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে।তাতেই উদ্ধার হয়েছে এই বিস্ফোরক।