
করাচি বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক বিস্ফোরণ, ৩ চিনা নাগরিক সহ ৪ জনের মৃত্যু
পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক বিস্ফোরণ। পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। একটি গাড়ির মধ্যে বোমাগুলি রাখা ছিল বলে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চারপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে কমপক্ষে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তারমধ্যে তিনজন আবার চিনা নাগরিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফের পাকিস্তানে নাশকতা ঘটাল জঙ্গিরা। এবার নিশানায় করাচি বিশ্ববিদ্যালয়। দুপুর দেড়টা নাগাদ করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে রাখা একটি গাড়িেত বিস্ফোরণ ঘটে। সেই ভ্যানে চারজন ছিলেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারজনেরই মৃৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা রক্ষীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মৃত চার জনের মধ্যে তিনজন চিনের নাগরিক। এই তিন চিনা নাগরিকের মধ্যে আবার ২ জন মহিলা। বিস্ফোরণে আহত হয়েছেন তিন জন। তাঁদের মধ্যে একজন আবার বিদেশি। একজন রেঞ্জার অফিসার এবং একজন বেসরকারি অফিসার। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতােল ভর্তি করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কোনও জঙ্গিসংগঠন কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও তদন্তকারীরা দাবি করেছেন গ্যাস সিিলন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। আবার করাচি পুলিশের প্রধান দাবি করেছেন এক মহিলা আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছেন। তবে এখনওকোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের সত্যতা স্বীকার করেনি।