For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্ড ফ্লু মানব শরীরে সংক্রমিত হওয়ার খবর মিলল চিনে

বার্ড ফ্লু মানব শরীরে সংক্রমিত হওয়ার খবর মিলল চিনে

  • |
Google Oneindia Bengali News

২০১৯ এর শেষ লগ্নে চিনে, বাদুড় এবং ওই জাতীয় প্রাণীর শরীর থেকে মানব শরীরে ছড়িয়ে পড়েছিল নভেল করোনা ভাইরাস। এরপর প্রায় আড়াই বছর সময় পেরোলেও এখনও করোনার ভয়াল গ্রাস থেকে মুক্ত নয় বিশ্ব৷ এখনও প্রতিদিন কয়েক হাজার মানুষের মৃত্যুর কারণ হচ্ছে করোনা ভাইরাস৷ নতুন নতুন রূপে ফিরে এসে কার্যত মানব সভ্যতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে চিনে জন্ম নেওয়া এই ভাইরাস৷

করোনা নয় এবার ভয় চিনে বার্ড ফ্লু নিয়ে!

করোনা নয় এবার ভয় চিনে বার্ড ফ্লু নিয়ে!

তবে এবার করোনা হয়, নতুন আরও একটি আশঙ্কার কথা বলছে চিন! সংবাদমাধ্যমের খবর এই প্রথমবার বার্ড ফ্লু-র মতো একটি ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে মানব শরীরে, এবং এবারের সংক্রমণের স্থান সেই চিন৷ স্বাভাবিকভাবেই নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মনে৷ কারণ সারা বিশ্ব জুড়ে প্রতিবছর কয়েক লক্ষ পাখির মৃত্যুর কারণ হয় এই বার্ড ফ্লু ভাইরাসটি!

করোনার খোঁজ মিলেছিল উহানে, বার্ড ফ্লু-র খবর মিলল হেনানে!

করোনার খোঁজ মিলেছিল উহানে, বার্ড ফ্লু-র খবর মিলল হেনানে!

চিন দেশের হেনান প্রদেশে বার্ড ফ্লু-এর(এইচ৩এন৮) স্ট্রেনটিমপ্রথম মানব শরীরে সংক্রমণ খোঁজ মিলেছে৷ মঙ্গলবার চিনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই বিষয়টি বলা হয়েছে! চিনের ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) একটি বিবৃতি দিয়ে এই নতুন সংক্রমনের কথা ঘোষণা করেছে! চিনের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই বার্ড ফ্লু ভাইরাসটি মানুষের শরীরে সংক্রমিত হওয়ার ঝুঁকি কম। চিনে একটি চার বছরের শিশুর শরীরে জ্বরসহ বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষায় দেখা গিয়েছে যে সে বার্ড ফ্লুর (H3N8) স্ট্রেনটিতে সংক্রমিত হয়েছে! যদিও চিনের পক্ষ থেকে বলা হয়েছে কিছু উপসর্গ থাকলেও যে শিশুটি মোটামুটিভাবে সুস্থ রয়েছে৷

চার বছরের শিশু সংক্রমিত বার্ড ফ্লু-তে!

চার বছরের শিশু সংক্রমিত বার্ড ফ্লু-তে!

চিনের সংবাদমাধ্যম আরও জানিয়েছে, শিশুটি তার বাড়িতে পোষা মুরগি এবং কাকের সংস্পর্শে ছিল। স্বাস্থ্য কমিশন বলেছে যে এইচ৩এন৮ এর আগে ঘোড়া, কুকুর, পাখি এবং সীলের মধ্যে সনাক্ত করা গিয়েছে৷ তবে এর আগে এইচ৩এন৮ ভাইরাসটি মানুষকে সংক্রনিত করছে এরকম কোনও রিপোর্ট হয়নি! এতদিন মনে করা হত মানুষকে সংক্রামিত করার ক্ষমতা নেই বার্ড ফ্লুর! তবে কিভাবে কোন পরিবর্তনে এই ভাইরাস মানব শরীরে ছড়িয়ে পড়ছে তা নিয়ে গবেষণার কথা বলেছে চিন৷ যদিও এই ভাইরাসটির মহামারীর হয়ে ওঠার ঝুঁকি কম বলে দাবি করেছে চিন!

মাস্কের টুইটার কেনার ঘোষণার সঙ্গেই ১২৬ বিলিয়ন ডলার হারাল টেসলামাস্কের টুইটার কেনার ঘোষণার সঙ্গেই ১২৬ বিলিয়ন ডলার হারাল টেসলা

English summary
Bird flu infection in the human body has been reported in China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X