For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস কি আসলে জৈব অস্ত্র! কোন তাবড় ষড়যন্ত্রের তত্ত্ব উঠেছে এ পর্যন্ত

করোনা ভাইরাস কি আসলে জৈব অস্ত্র! কোন তাবড় ষড়যন্ত্রের তত্ত্ব উঠেছে এ পর্যন্ত

  • |
Google Oneindia Bengali News

মার্কিন-চিন বাণিজ্যিক যুদ্ধ যখন তুঙ্গে তখন করোনার প্রকোপে চিন মৃত্যুপুরীতে পর্যবসিত হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন মুলুকের বিরুদ্ধে দোষারোপের পালা হয়েছে করোনার আতঙ্ক ছড়ানো ঘিরে। বিশ্ব দেখেছে কীভাবে করোনা আতঙ্ক ঘিরে রাশিয়ার নাম উঠে এসেছে। তবে এদিন মার্কিন বৈজ্ঞানিকরা দাবি করেন যে করোনা ভাইরাস আসলে প্রাকৃতিক নিয়মেই উঠে এসেছে । তার নেপথ্যে কোনও কৃত্রিমভাবে তৈরি ভাইরাসের তত্ত্ব মেলেনি। করোনা আতঙ্ক ঘিরে একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ষড়যন্ত্রের তত্ত্ব উঠে এসেছে।

কানাডার নাম জড়িয়েছে ষড়যন্ত্রের গুজবে!

কানাডার নাম জড়িয়েছে ষড়যন্ত্রের গুজবে!

বহুদিন ধরেই একাধিক গুজব ও তত্ত্ব ডানা মেলতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। করোনা ভাইরাস আসলে কোনও দেশের জৈবঅস্ত্র কী না , তা নিয়ে প্রশ্ন ওঠে। এক্ষেত্রে , কানাডায় অবস্থিত একদল চিনা গবেষকের বিরুদ্ধে এই ভাইরাস ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুষ্ট হন। আর সেই ঘটনা থেকেই করোনা জৈব অস্ত্র কী না, তা নিয়ে চরম জল্পনা শুরু হয়। পরবর্তীকালে এই গবেষকদের কানাজার ন্যাশনাল মাইক্রোবাইলজি ল্যাব থেকে সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হয় বলে খবর উঠে আসে। তবে তারপরবর্তীকালে কোনও পোক্ত প্রমাণ মেলেনি এই ভাইরাস আদৌ জৈবঅস্ত্র কী না , তা নিয়ে।

ষড়যন্ত্রের তত্ত্ব চিনকে ঘিরে!

ষড়যন্ত্রের তত্ত্ব চিনকে ঘিরে!

করোনা নিয়ে যে সমস্ত ষড়যন্ত্রের তত্ত্ব উঠে এসেছে ,তারমধ্যে অন্যতম চিনের উহানের ইন্সটিটিউট অফ ভাইরোলজি ঘিরে একাধিক ঘটনা। মনে করা হচ্ছিল , উহানেই এই ভাইরাসের জন্ম হয়েছে ওই ইন্সটিটিউটে। উল্লেখ্য, ইনস্টিটিউটটিতে লেভেল ফোর নিরাপত্তা রয়েছে ভাইরাস ঘিরে। মার্কিন সেনেটার টম কটন উহানের ওই ইনস্টিটিউট নিয়ে প্রশ্ন তুললেও, কিছু প্রমাণ করতে পারেননি। তাঁর দাবি ছিল, দেশে জনসংখ্যা কমাতেই চিন এমন ভাইরাস গড়ে তুলেছে।

একটি বইকে ঘিরে জল্পনা!

একটি বইকে ঘিরে জল্পনা!

১৯৮১ সালে লেখা উপন্যাস ' দ্যা আইজ অফ ডার্কনেস' এ একটি উহান ভাইরাসের কথা লেখা হয়েছিল। যেখানে বলা হয়েছিল উহানে একটি ভাইরাসের গ্রাসে প্রবল মৃত্যু মিছিল দেখা যায়। ভাইরাসের নাম 'উহান ৪০০' দেওয়া হয়। যে ঘটনা এতবছর পর বাস্তবের মাটিতে ঘটতে দেখা যায়। এই হাড়হিম করা ঘটনা ঘিরেও একাধিক তত্ত্ব উঠে আসে।

 ভিনগ্রহীদের হানা!

ভিনগ্রহীদের হানা!

একাধিক আলোচনা. করোনা ভাইরাস ভিনগ্রহীদের হানা কী না, সেই তত্ত্বও বাদ যায়নি। তবে এর কোনও প্রমাণ আজ পর্যন্ত মেলেনি। এদিকে, মার্কিন গবেষকরা এই যাবতীয় তত্ত্ব নস্যাৎ করেথেন।

জৈব অস্ত্র নয়!

জৈব অস্ত্র নয়!

মার্কিন স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটে বিষয়টি নিয়ে গবেষণা চালানো হয়। গবেষকরা জানিয়েছেন, সেখানে তারা এমন কোনও প্রমাণ পাননি, যে তার থেকে বলা যায় ভাইরাস তৈরি করা হয়েছিল ল্যাবে। করোনা ভাইরাসের স্ট্রেন থেকে জিনোম সিকোয়েন্স ডেটা নিয়ে তারা তুলনামূলক পর্যবেক্ষণ করেছেন। তাতে দেখা গিয়েছে এটি কৃত্রিম নয় বরং প্রকৃতির নিয়মেই জন্মেছে।

‌করোনা আতঙ্কের মধ্যেই করুন চুটিয়ে যৌন সহবাস, বিচ্ছিন্ন থাকা দম্পতিদের উপদেশ চিকিৎসকের‌করোনা আতঙ্কের মধ্যেই করুন চুটিয়ে যৌন সহবাস, বিচ্ছিন্ন থাকা দম্পতিদের উপদেশ চিকিৎসকের

English summary
bio weapon speculation over Coronavirus, no scientfic prove on natural evolution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X