For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ হল চতুর্থ বিমস্টেক শীর্ষ সম্মেলন, সিদ্ধান্ত হল গ্রিড ইন্টারকানেক্শনের

শুক্রবারে শেষ হল চতুর্থ বিমস্টেক শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী মোদী মায়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

Google Oneindia Bengali News

শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে শেষ হল চতুর্থ বিমস্টেক সামিট, অর্থাত বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোয়াপারেশন সামিট। শেষদিনে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথ্রিপলা সিরিসেনার হাতে এই গোষ্ঠীর চেয়ারম্যানের পদ তুলে দেন।

 বিমস্টেক-এ সিদ্ধান্ত হল গ্রিড ইন্টারকানেক্শনের

এ গোষ্ঠীর সদস্য হিসেবে রয়েছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার ও থাইল্যান্ড। দুদিনের এই বৈঠকে সহ সদস্য দেশএর রাষ্ট্রপ্রধানরাই অংশ নিয়েছিলেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের হাতে চেয়ারম্যানের পদ তুলে দেওয়ার আগে পূর্বভর্তী চেয়ারম্যান তথা নেপালের প্রধানমন্ত্রী ওলি সর্বসম্মতিক্রমে কাঠমান্ডু ডেক্লারেশন প্রকাশ করেন।

এবারের সামিটে অনেখ গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বিদ্যুতের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সদস্য দেশগুলির মধ্যে গ্রিড ইন্টারকানেক্শনের ব্যাপারে একটি মউ সাক্ষর হয়েছে।

তবে মূল শীর্ষ সম্মেলনের পাশেই প্রধানমন্ত্রী মোদী আলাদা করে আলোচনা সেরেছেন মায়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টের সঙ্গে। জানা গিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। বিদেশ মন্ত্রকের সূত্রে খবর, উন্নয়ন, শক্তি, এবং অন্যান্য বিষয়ে একে অপরকে সাহায্য করতে সম্মত হয়েছে ভারত ও মায়ানমার।

English summary
The 4th BIMSTEC summit successfully concluded on Friday. Prime Minister Modi meets Myanmar President on the sidelines.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X