For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর নেতৃত্বের প্রশংসায় মার্কিন ধনকুবের বিল গেটস! আমেরিকা থেকে শিল্পপতির 'বড়' বার্তা

মোদীর নেতৃত্বের প্রশংসায় মার্কিন ধনকুবের বিল গেটস! আমেরিকা থেকে শিল্পরতির 'বড়' বার্তা

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের তাবড় শক্তিধর দেশ আমেরিকা করোনার দংশনে বিপুলভাবে জর্জরিত। সেদেশের স্বাস্থ্য থেকে অর্থনীতি ভেঙে পড়েছে। ৭ লাখেরও বেশি মানুষ আক্রান্ত। এদিকে, ভারত ক্রমেই করোনা সংক্রমণ রোধে একের পর এক পদক্ষেপের জন্য ভূয়সী প্রশংসা কুড়িয়ে নিচ্ছে। এবার প্রশংসাবার্তা এল ট্রাম্পের দেশের ধনকুবের শিল্পপতি বিল গেটসের তরফে।

মোদীর প্রশংসায় বিল গেটস

মোদীর প্রশংসায় বিল গেটস

'গেটস ফাউন্ডেশন' এর সহকর্তা বিল গেটস এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর নেতৃত্বের জন্য কুর্নিশ জানান। গেটস জানান, যেভাবে ভারত করোনা মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে তাতে মোদী সরকারের তিনি প্রশংসা করেন।

 কোন কোন বিষয়ের প্রশংসা?

কোন কোন বিষয়ের প্রশংসা?

গেটস নিজের চিঠিতে মোদীকে জানান, যেভাবে ভারত লকডাউন লাগু করেছে, টেস্টিং এর ওপর জোর দিয়েছে, আইসোলেশনের ওপর জোর দিয়েছে তা প্রশংসনীয়। আর এর নেপথ্যে মোদীর উদ্যোগে তিনি যে খুশি তা জানাতে ভোলেননি গেটস।

 ভারতের কোন কোন পদক্ষেপ নজর কেড়েছে?

ভারতের কোন কোন পদক্ষেপ নজর কেড়েছে?

মার্কিন শিল্পপতি বিল গেটস বলেছেন, যেভাবে বারত নিজের স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করেছে, স্বাস্থ্যখাতে খরচ বাড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করছে, তা তারিফযোগ্য। শুধুতাই নয়, দেশে করোনার আবহে গবেষণার ওপর যেভাবে ভারত সরকার জোর দিয়েছে ও ডিজিটাল পদ্ধতিতে গবেষণা ও ব্যবস্থাপনা চলছে তাতে অভিভূত মার্কিন ধনকুবের।

আরোগ্য সেতু-র প্রশংসা

আরোগ্য সেতু-র প্রশংসা

ভারতে কোভিড ১৯ মোকাবিলায় অন্যতম অস্ত্র আরোগ্য সেতু অ্যাপ। যার প্রশংসা করতে ভোলেননি মার্কিন শিল্পপতি। এইভাবে ডিজিট্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে পরিস্থিতি ভারত মোকাবিলা করছে তাতে বিল গেটস আল্পুত । আর সেকথা তিনি মোদীকে জানাতে ভোলেননি।

English summary
Bill Gates praises PM Modi's leadership in dealing with Coronavirus in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X