For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বে করোনা ত্রাণে কোন শিল্পপতিরা সবচেয়ে বেশি টাকা দান করলেন! তালিকায় একমাত্র ভারতীয় কে

বিশ্বে করোনা ত্রাণে কোন শিল্পপতিরা সবচেয়ে বেশি টাকা দান করলেন! তালিকায় একমাত্র ভারতীয় কে

  • |
Google Oneindia Bengali News

গোটা বিশ্ব করোনার সঙ্গে প্রবলভাবে লড়ছে। প্রতিটি দেশ যেমন স্বাস্থ্যগত দিক থেকে শুরু করে আর্থিক দিক সমস্তভাবেই বিপর্যস্ত, তেমনই বিশ্বের বহু সংস্থারো একই পরিস্থিতি। এমন অবস্থায় বিশ্বের তাবড় শিল্পপতিরা বিশ্বের করোনা ত্রাণে প্রচুর পরিমাণ অর্থ দান করেছেন। সেখানে প্রথম দশের তালিকা দেখে নেওয়া যাক।

 সবচেয়ে বেশি দান কাদের?

সবচেয়ে বেশি দান কাদের?

টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে বিশ্বের তাবড় কোটিপতি শিল্পপতিদের মধ্যে সবচেয়ে বেশি টাকা দান করেছেন। তিনি ১০০০ মিলিয়ন মার্কিন ডলার দান করেছেন। এর পরেই রয়েছেন মার্কিন বিজনেস টাইকুন বিল গেটস । তিনি ও তাঁর স্ত্রী দান করেছেন ২৫৫ মিলিয়ন মার্কিন ডলার।

 তৃতীয় স্থানেই এক ভারতীয়!

তৃতীয় স্থানেই এক ভারতীয়!

বিশ্বে করোনা ত্রাণে সাহায্যকারী শিল্পপতিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এক ভারতীয় শিল্পদ্যোগী। উইপ্রোর চেয়ারম্যান আজিম প্রেমজি বিশ্বে কোভিড যুদ্ধে সবচেয়ে বেশি অনুদানকারী শিল্পপতি। তিনি দিয়েছেন ১৩২ মিলিয়ন মার্কিন ডলার।

 চতুর্থ -পঞ্চম স্থানে কারা?

চতুর্থ -পঞ্চম স্থানে কারা?

চতুর্থস্থানে রয়েছেন সোরোস ফান্ড ম্যানেজমেন্টের জর্জ সোরোস। তিনি ১৩০ মিলিনয় মার্কিন ডলার অনুদান দিয়েছেন ত্রাণে। ১০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন ফোরটেসকিউ মেটালসের অ্যান্ড্রিউ ফোরেস্ট।

তালিকায় আর কারা ?

তালিকায় আর কারা ?

এই তালিকায় রয়েছেন স্কোল ফাউন্ডেশনের জেফ স্কোল। তাঁর অনুদান ১০০ মিলিয়ন মার্কিন ডলার। অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস দিয়েছেন ১০০ মিলিয়ন মার্কিন ডলারের সাহায্য। একই পরিমাণ অর্থ এসেছে ডেল-এর কর্ণধার মাইকেল ডেলের তরফে।

 শেষ দুইয়ে কারা?

শেষ দুইয়ে কারা?

ব্লুমবার্গ এলপির মাইকেল ব্লুমবার্গ দান করেছেন ৭৪.৫ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, লাইনিন স্কুইস্টারম্য়ান যিনি স্যামসন এনার্জির কর্ণধার তিনি দান করেছেন ৭০ মিলিয়ন মার্কিন ডলার।

করোনা ভাইরাসের উৎস নিয়ে হু-র বক্তব্যের নিরপেক্ষ তদন্তের দাবি ভারত-সহ ১০০টি দেশেরকরোনা ভাইরাসের উৎস নিয়ে হু-র বক্তব্যের নিরপেক্ষ তদন্তের দাবি ভারত-সহ ১০০টি দেশের

English summary
Biggest Coronavirus private donations around the world, list of business man,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X