For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় খবর! ৮৫ জন সেনা-জওয়ান নিয়ে মাঝ আকাশেই ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত ১৭

৮৫ জন সেনা-জওয়ান নিয়ে মাঝ আকাশেই ভেঙে পড়ল বায়ুসেনার বিমান

  • |
Google Oneindia Bengali News

সপ্তাহান্তেই বড়সড় বিমান দুর্ঘটনার কবলে পড়ল ফিলিপাইনস। মাঝ আকাশেই ভেঙে পড়ল ফিলিপাইনসের বায়ুসেনার বিমান সি-১৩০ এইচ হারকিউলিস। রবিবার সকালে ফিলিপাইনসের সুলুর পাটিকুল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। উড়ানের সময় বিমানটিতে ৮৫ জন যাত্রী ছিল বলে জানা যাচ্ছে। যাদের মধ্যে এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে।

বড় খবর! ৮৫ জন সেনা-জওয়ান নিয়ে মাঝ আকাশেই ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত ১৭

সুলু প্রদেশের জিলস দ্বীপে বিমান যখন নামার চেষ্টা করছিল তখন বিমানটিতে আগুন লেগেছিল বলে জানা গেছে। রানওয়েতে নামার চেষ্টা করতেই ঘটে বিপত্তি। পাইলট আপ্রান চেষ্টা করলেও শেষ পর্যন্ত নির্দিষ্ট রানওয়েতে আবতরণ সম্ভব হয়নি। ট্র্যাক ছেড়ে বেড়িয়ে যায় সি-১৩০ এইচ হারকিউলিস এয়ারক্রাফট। দাউদাউ করে জ্বলতে থাকে বিমানের ইঞ্জিন।

তবে আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি। বিমানটি দক্ষিণের শহর ক্যাগান দে ওরো থেকে সেনা-জওয়ানদের নিয়ে আসছিল বলে জানা গিয়েছে। যদিও রানওয়ে ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই আগুন নেভাতে ছুটে যায় দমকল। বর্তমানে বিমানের অভ্যন্তরে আটকা পড়া লোকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। ইতিমধ্যেই বহু মানুষের আহত হওয়ার খবর মিলেছে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেদেশের আর্মড ফোর্সের প্রধান সিরিলিটো সোবেজানা।

অনেকই বলছেন ফিলিপিনসের এই দুর্ঘটনা যেন মনে করিয়ে দিচ্ছে গতবছর কেরলের কোঝিকোড় বিমানবন্দরে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার কথা। গত বছর কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান আইএক্স- ১৩৪৪। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ১৮৪ জন যাত্রী ছিলেন বলে জানা যায়। দুর্ঘটনায় বিমানের পাইলট, কো-পাইলট-সহ অন্তত ১৮ জনের মৃত্য হয়।

English summary
big news air force plane crashes in mid air with 85 soldiers 18 dead in the philippines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X