For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা গবেষণায় বড় সাফল্য! রোগীদের 'সার্স' উপসর্গ থেকে মুক্তি দিতে কোন আশার আলো

রোগীদের 'সার্স' উপসর্গ থেকে মুক্তি দিতে কোন আশার আলো

  • |
Google Oneindia Bengali News

করোনা রোগীরা যাঁরা শ্বাসকষ্টজনিত প্রবল সমস্যায় ভুগছেন, এবার তাঁদের কষ্ট খানিকটা দূর করতে রাস্তা দেখাল নতুন গবেষণা। মাইক্রোবায়োলজির গবেষণার ময়দানে এক নতুন রিসার্চ সাড়া ফেলে দিয়েছে।

গবেষণা কী বলছে?

গবেষণা কী বলছে?

'ফ্রন্টায়ার্স ইন সেলুলার অ্যান্ড ইনফেকশন মাইক্রোবায়লজি' শীর্ষক একটি জার্নালে প্রকাশিত সাম্প্রতিক গবেষণার দাবি, করোনা ভাইরাস ও সার্স এর মধ্যে একই ধরনের একটি প্রোটিনের অংশ মিলেছে। যা সম্ভবত করোনা চিকিৎসায় বড়সড় সাফল্য এনে দেবে।

চিকিৎসা ও গবেষণা

চিকিৎসা ও গবেষণা

যে সমস্ত করোনা রোগীদের সার্স সংক্রান্ত উপসর্গ রয়েছে, তাঁদের সুস্থ করতে এই গবেষণা কাজে লাগবে। মনে করা হচ্ছে, যে সমস্ত করোনা রোগীদের শ্বাসকষ্ট জনিত সমস্যা প্রবলভাবে হচ্ছে, তাঁদের চিকিৎসায় এই গবেষণা বড় সাফল্য আনবে।

 কী জানা যাচ্ছে গবেষণায়?

কী জানা যাচ্ছে গবেষণায়?

গবেষকরা জেনোমিক ডেটা নিয়ে গবেষণা করছিলেন। তাতে , নতুন হাতে পাওয়া তথ্যের সঙ্গে ২৪ টি বিটাকরোনাভাইরাসের তুলনা করা হয়েছে। সেখানে ৪ টি সার্স -সিওভি -২ ভাইরাসও রাখা হয়েছে, যার থেকে কোভিড ১৯ হয়। দেখা গিয়েছে, বিটাকরোনা ভাইরাস থেকে সার্সের আসার সম্ভবনা রয়েছে।

চিকিৎসার পন্থা

চিকিৎসার পন্থা

সার্স মোকাবিলায় যে এনভেলপ প্রোটিন ই যুক্ত ভাইরাসের কর্যকারিতা মারতে যে ওষুধ ব্যবহার করা হয়েছে, সেই একই ওষুধ কিছু ক্ষেত্রের করোনা রোগীদের দিয়ে সুস্থ করা যাবে বলে মনে করা হচ্ছে। এই ওষুধে ভাইরাসের ছড়িয়ে যাওয়া রোখা না গেলেও চিকিৎসার একটি নতুন দিক উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

সেরোলজিক্যাল, এলিসা টেস্ট, আইজিজি–আইজিএমএম, করোনার সঙ্গে যুক্ত নতুন শব্দগুলির অর্থ কী জানুনসেরোলজিক্যাল, এলিসা টেস্ট, আইজিজি–আইজিএমএম, করোনার সঙ্গে যুক্ত নতুন শব্দগুলির অর্থ কী জানুন

English summary
Big breakthrough in Coroan virus research, Almost Identical Protein Found In Covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X