For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ডোকলাম চিনের অংশ, মেনে নিয়েছে ভূটান"

ভূটানের বিতর্কিত ভূখণ্ড ডোকলাম নিয়ে চিন ভারত চাপানোতর তুঙ্গে। ওই এলাকায় চিনসেনা রাস্তা নির্মাণ করতে গেলে, তার বিরোধিতা করে ভারত।

  • |
Google Oneindia Bengali News

ভূটানের বিতর্কিত ভূখণ্ড ডোকলাম নিয়ে চিন ভারত চাপানোতর তুঙ্গে। ওই এলাকায় চিনসেনা রাস্তা নির্মাণ করতে গেলে, তার বিরোধিতা করে ভারত। ভারতের দাবি ওই ভূখন্ড কেবলমাত্র ভূটানের, চিনের নয়। আর সেই বিতর্কে ফের একবার উস্কানিমূলক বার্তা এল চিনের তরফে।

"ডোকলাম চিনের অংশ, মেনে নিয়েছে ভূটান"

চিনের এক উচ্চপদস্থ আধিকারিকের দাবি, ভূটান চিনকে কূটনৈতিক পথে জানিয়েছে, ডোকলাম ভূটানের ভূখণ্ড নয়। যদিও চিনা আধিকারিক ওয়াং ওয়েনলি তাঁর দাবির প্রেক্ষিতে কোনও সদর্থক প্রমাণ দিতে পারেননি। এর আগে ডোকলাম ইস্যুতে ভূটানের ভূখণ্ডে চিনা সেনার অনুপ্রবেশ নিয়ে তীব্র প্রতিবাদ জানায় ভূটান। এনিয়ে তারা চিনের সরকারকেও নিজেদের বিরোধিতার কথা জানায়।

এদিকে,ওই চিনা আধিকারিকের দাবি, ভূটান চিনকে নাকি জানিয়েছে, ভারতীয় সেনারা কেন ওই চিনা ভূখণ্ডে রয়েছে , তা নিয়ে তারা হতবাক। ওয়াং ওয়েনলির মতে , ভূটানের তরফের দাবি ডোকলাম নাকি ভূটানের ভূখণ্ড নয়। এই দাবির কথা তুলে চিনের সংবাদমাধ্যম জিংহুয়াও তাদের সম্পাদকীয়তে এই তথ্যই প্রকাশ করেছে। সংবাদমাধ্যমের দাবি, ডোকলাম ইস্যু সম্পূর্ণভাবে চিন ও ভূটানের বিষয়। এর সঙ্গে ভারতের কোনও যোগ নেই।

English summary
In a stunning -but unsubstantiated- claim, a senior Chinese official said that Bhutan has acknowledged that the Doklam area where the Indian and Chinese troops are engaged in a standoff does not belong to it.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X