For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার নাসার প্রধান এক ভারতীয় বংশোদ্ভূত! বাইডেনের হাত ধরেই 'শ্রেষ্ঠ আসনে' ভাব্য লাল

Google Oneindia Bengali News

আমেরিকাবাসী ভারতীয় বংশোদ্ভূত ভব্যা লাল-কে 'চিফ অফ স্টাফ' হিসাবে নিয়োগ করল নাসা। আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন এজেন্সি রিভিউ টিমের সদস্যও ছিলেন লাল। ইঞ্জিনিয়ারিং ও মহাকাশ প্রযুক্তিতে লালের অভিজ্ঞতা রয়েছে। তিনি ডিফেন্স অ্যানালিসিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি ইনস্টিটিউট (এসটিপিআই)-তে ২০০৫ থেকে ২০২০ পর্যন্ত গবেষণায় নিযুক্ত ছিলেন।

ভব্যা লাল-কে সংস্থার চিফ অফ স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে

ভব্যা লাল-কে সংস্থার চিফ অফ স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে

নাসা একটি বিবৃতিতে জানিয়েছে, ভব্যা লাল-কে সংস্থার চিফ অফ স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, ফিলিপ থম্পসন হোয়াইট হাউজ়ের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করবেন, অ্যালিসিয়া ব্রাউন আইন সরকারি বিষয়ে সহযোগী প্রশাসক হিসাবে কাজ করবেন। এছাড়া আরও কয়েকজন নতুন মুখকে উচ্চপদে নিয়োগ করেছে নাসা।

অভিজ্ঞতার জেরেই নাসার মাথায় ভাব্যা

অভিজ্ঞতার জেরেই নাসার মাথায় ভাব্যা

এসটিপিআই-এ যোগ দেওয়ার আগে ভাব্যা লাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি রিসার্চ অ্যান্ড কনসাল্টিং ফার্মের প্রেসিডেন্ট ছিলেন। কেমব্রিজে একটি রিসার্চ সংস্থার ডিরেক্টরও ছিলেন। নাসায় বাজেট ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে বরিষ্ঠ উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন ভব্যা লাল।

নাসায় ভারতীয়দের জয় জয়কার

নাসায় ভারতীয়দের জয় জয়কার

উল্লেখ্য, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-সহ বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছেন বাইডেন। এদিকে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এর আগে নাসার চন্দ্রাভিযানের জন্য যে ১৮ জন মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে, তাঁদের অন্যতম ভারতীয় বংশোদ্ভূত রাজা জন ভুরপুতুর চারি। এর আগে নাসার মহাকাশ অভিযানে দুই ভারতীয় বংশোদ্ভূতকে বেছে নেওয়া হয়েছিল। কল্পনা চাওলা ও সুনীতা উইলিয়ামস দুই জনেই মহিলা ছিলেন।

<strong>নির্মলার বাজেটের জের, এবার থেকে মোবাইল কিনলে সঙ্গে মিলবে না চার্জার!</strong>নির্মলার বাজেটের জের, এবার থেকে মোবাইল কিনলে সঙ্গে মিলবে না চার্জার!

English summary
Bhavya Lal, an Indian origin appointed as NASA's acting Chief of Staff by Joe Biden
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X