For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অলিম্পিক ক্রীড়াবিদের সম্মানে যুক্তরাষ্ট্রে তৈরি হলো হিজাব পরা বার্বি ডল

বার্বি ডল বললেই যে ছবি আমাদের চোখে ভাসে তার ব্যতিক্রম ঘটছে। নতুন রূপে আসছে বার্বি ডল।

  • By Bbc Bengali

অলিম্পিকে অংশগ্রহণকারী আমেরিকার ক্রীড়াবিদের সম্মানে প্রথমবারের মতো হিজাব পরা বার্বি ডল তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রে।

ইবতিহাজ মুহাম্মাদ, একজন ফেন্সার বা তলোয়ারবিদ। তিনি প্রথম আমেরিকান মুসলিম নারী যিনি হিজাব পরে গত বছরের রিও অলিম্পিকসে অংশ নিয়েছিলেন এবং ব্রোঞ্জ মেডেলও জয় করেছেন।

তাঁর আদলে তৈরি হিজাব পর বার্বি ডল নিয়ে আসছে আমেরিকার খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল।

মিস ইবতিহাজ বলেছেন "তাঁর শৈশবের স্বপ্ন এবার সত্যি হয়েছে"।

নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল এর আগে যেসব খেলনা তৈরি করতো তা নিয়ে সামলোচনাও হতো। সমালোচকদের বক্তব্য এ প্রতিষ্ঠানটির তৈরি বার্বি ডল বেশিরভাগই 'চিকন ও যৌনতাসূচক'।

কিন্তু এখন ম্যাটেল বলছে তারা বিভিন্ন ধরনের, বিভিন্ন নারী ব্যক্তিত্বের আদলে বার্বি ডল তৈরি করবে যা মেয়েদের অনুপ্রাণিত করবে, খেলা বা সাংস্কৃতিক অঙ্গনে কিছু করে দেখানোর কথা ভাববে।

ইবতিহাজের আদলে তৈরি এই বার্বি ডলটি উন্মোচন করা হয় 'গ্ল্যামার্স ওম্যান অব দ্য ইয়ার সামিট'-এ।

"আমি যখন আমার পথচলার কথা ভাবি, তখন দেখি একজন মুসলিম নারী হিসেবে তলোয়ার খেলবো এটা মানুষ সহজভাবে নিতো না। অনেকে বলতো এই জায়গা আমার জন্য নয়" বলেন ইবতিহাজ মুহাম্মাদ।

"যেসব মানুষ আমার ওপর বিশ্বাস রাখেনি, যেসব মানুষ মনে করতো এই খেলা আমার জন্য নয়-তাদের জন্য এই বার্বি ডল"।

English summary
Berby doll with Hizab made in USA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X