ফের বিধ্বংসী আগুনে জ্বলল বেইরুট! বিস্ফোরণের এক মাস পর ফের আকাশ জুড়ে কালো ধোঁয়া শহরে
গত মাসে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে ছিল বেইরুট। ঘটনার আকস্মিকতা ও তীব্রতা আজও ভুলতে পারেননি বেইরুটবাসী। এরপর এক মাস কাটতে না কাটতেই ফের বেইরুটের আকাশে কালো ধোঁয়া। ফের একবার জ্বলে উঠল বেইরুট।

এবার বেইরুট বন্দরে অগ্নিকাণ্ডের জেরে প্রবল ধোঁয়ায় আকাশ ঢেকে যেতে দেখা যায়। মুহূর্তে আতঙ্ক গ্রাস করে এলাকাকে। এর আগে লেবাননের এই রাজধানী বিস্ফোরণে কাঁপতেই অন্তত ৩৭০০০ জন আহত হন। মুহূর্তে মৃত্যু হয় ৭৩ জনের। ঘটনায়একাধিক বহুতলের কাচ ভেঙে গুঁড়িয়ে যায়। সূত্রের খবর ছিল, বাজি মজুত করার গুদামঘরে বিস্ফোরণ ঘটেছিল। বিকট শব্দের সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ভরে ওঠে বিস্ফোরণস্থল।
এরপর লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছেন প্রায় ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা ছিল। সেই বিস্ফোরণে প্রাক্তন প্রধানমন্ত্রী সাদ হারির হেডকোয়ার্টারও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আকাশে দেখা গিয়েছিল লাল ধোঁয়া। বিস্ফোরণের পরই বহু মানুষকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এরপর এদিনের অগ্নিকাণ্ড সেই অভিশপ্ত স্মৃতিকে ফের তুলে ধরে।

কাশ্মীর ইস্যুতে ফুঁসে খালিস্তান নিয়ে কিভাবে উস্কানি দিয়ে যাচ্ছে পাকিস্তান! কানাডা থেকে বড় তথ্য ফাঁস