For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাম্পত্যে সুখ নেই, অনলাইনে স্বামীকে বিক্রির বিজ্ঞাপন স্ত্রী’র! মূহূর্তে ভাইরাল হল পোস্ট

মাত্র সাত বছরেই দাম্পত্যে অতীষ্ট স্ত্রী। তাই তিনি মুক্তি চান। স্বভাবতই স্বামী-স্ত্রী যখন বনিবনা নেই, তখন বিচ্ছেদই পথ। আর সেই বিচ্ছেদ ঘটে আইনি পথেই।

Google Oneindia Bengali News

মাত্র সাত বছরেই দাম্পত্যে অতীষ্ট স্ত্রী। তাই তিনি মুক্তি চান। স্বভাবতই স্বামী-স্ত্রী যখন বনিবনা নেই, তখন বিচ্ছেদই পথ। আর সেই বিচ্ছেদ ঘটে আইনি পথেই। কিন্তু এক্ষেত্রে একেবারেই অন্য পথ অবলম্বন করলেন দাম্পত্য সম্পর্কে তিতিবিরক্ত স্ত্রী। তিনি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বসলেন স্বামী বিক্রির। মুহূর্তেই সেই পোস্ট হয়ে গেল ভাইরাল। নেট দুনিয়ায় উঠল ঝড়।

দাম্পত্যে সুখ নেই, অবলীলায় স্বামীকে বিক্রির বিজ্ঞাপন স্ত্রী’র! মূহূর্তে ভাইরাল পোস্ট

স্বামীকে বিক্রির এই অনলাইন আবেদন করে নেট দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছেন জার্মানির হামবুর্গের বাসিন্দা ডর্টে এল। না, এই অনলাইনে স্বামী-স্ত্রী বা প্রেমিকা-প্রেমিকাকে বিক্রির বিজ্ঞাপন কিন্তু একেবারেই নতুন নয়। এই তো মাস আড়াই আগে এমনই এক ঘটনার স্বাক্ষী হয়েই ই-কমার্স দুনিয়া। ই-বে'র দৌলতে প্রেমিকাকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন ইংল্যান্ডের ডেল লিকস। যদি তা ছিল নিছক মজা করতেই।

এবার কিন্তু তা নয়, বছর ৪০-এর ডর্টে এল স্বামীর সঙ্গে থাকতে আর স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বলে বিজ্ঞাপনে জানান। তাই স্বামীকে ত্যাগ করতে চান তিনি। কেউ মাত্র ১৬ পাউন্ড দিলেই তিনি স্বামীকে বিক্রি করে দেবেন। আর এ ব্যাপারে তিনি দরদাম করতেও রাজি আছেন। তবে তিনি উত্তর দেননি, কেন আইনি পথে তিনি বিচ্ছেদন চাইছেন না।

এই বিজ্ঞাপ পোস্ট করার পরই মুহূর্তে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। নেটিজেনরা তো রীতিমতো মজার বিষয় পেয়ে শুরু করে দেন নানা কৌতুক। সবথেকে বেশি প্রভাব পড়ে মহিলাদের মধ্যেই। ডর্টেও জানান, তিনি বিজ্ঞাপন থেকে দারুন সাড়া পাচ্ছেন। স্বামীকে ক্রয় করার বিষয়ের থেকেও মজাদার মেসেজে ভরে যাচ্ছে ইনবক্স। ডর্টের স্বামী প্রথমে কিছু জানতে না, পরে এসব জেনে তিনিও অবাক।

এর আগে নেহাতই মজা করতে গিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা দুজনেই। ইংল্যান্ডের ডেল লিকস তাঁর প্রেমিকা কেলি গ্রিভসকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। তাতেই তাঁরা খ্যাতির শিখরে পৌঁছে যান শুধু বিজ্ঞাপনের চমকে। ডেল আর কেলি ইংল্যান্ডের এসেক্সের বাসিন্দা। ডেল এই বিজ্ঞাপন দেওয়ার অদ্যাবধি পরেই জানান, নিছক মজা করতেই তিনি এই কাজ করেছেন। আর কেলি প্রথমে একটু হকচকিয়ে গিয়েছিলেন। তারপর প্রেমিকের অভিসন্ধি জানতে পেরে বিশেষ গুরুত্ব দেননি আর।

English summary
Being fed-up Wife puts her husband for online sale on. She puts this advertisement on e-bay page,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X