For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের রানিকে বাঁচাতে ২৪ ঘণ্টা ধরে একটি গাড়িকে তাড়া মৌমাছির ঝাঁকের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মৌমাছিদের দলের প্রধান হয় রানি মৌমাছি। পুরুষ মৌমাছিরা দলে শ্রমিকের কাজ করে। দলে রানি মৌমাছির কদর যে সবচেয়ে বশি হয়, এবং তাকে বাঁচাতে যেকোনও কাজই যে দলের মৌমাছিরা করতে পারে তার প্রমাণ মিলল যুক্তরাজ্যে।

সমকামী যৌনতা উপভোগ করে মেয়ে গোরিলারাও!

জিকা ভাইরাস কী? জেনে নিন কীভাবে এর হাত থেকে বাঁচবেন?

লন্ডনে একটি গাড়িকে ২৪ ঘণ্টা ধরে তাড়া করল মৌমাছিদের একটি ঝাঁক। কারণ সেই গাড়িতে কোনওভাবে আটকে পড়েছিল তাদের দলের রানি মৌমাছি। আর তাকে মুক্ত করতে ২০ হাজার সদস্যের মৌমাছির দল তাড়া করল একটি গাড়িকে। তাও ২৪ ঘণ্টা ধরে।

দলের রানিকে বাঁচাতে ২৪ ঘণ্টা ধরে একটি গাড়িকে তাড়া মৌমাছিদের

বছর ৬৫-র ক্যারোল হাওওয়ার্থ লন্ডনের একটি জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন। সেখানে সম্ভবত কোনওভাবে রানি মৌমাছিটি গাড়িতে ঢুকে আটকে পড়ে। ক্যারোল বিষয়টি ঘুণাক্ষরেও জানতেন না। রবিবার হওয়ায় তিনি সেখানে কিছুক্ষণ কাটিয়ে গাড়ি ঘুরিয়ে ফিরে আসেন দক্ষিণ ওয়েলসে কেনাকাটার জন্য।

এক ব্যক্তির কান থেকে বেরল ২৬টি আরশোলা

সেখানে এসে তিনি লক্ষ্য করেন গাড়ির পিছনের দিকে একটি অংশে ঝাঁকে ঝাঁকে মৌমাছি বসে রয়েছে। এরপরে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মৌমাছি সংগ্রহকারী একটি দলকে। তাঁরাই এসে মৌমাছিক দলকে সরিয়ে দেয়।

দেড় কোটি বছর আগে আদিম মানুষের শরীরে ছড়িয়েছিল এইডসের বিষ!

ঘটনাটি মিটে গিয়েছে ভেবে সেদিন গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসেন ক্যারোল। পরেরদিন সোমবার তিনি লক্ষ্য করেন মৌমাছির দল এতটা রাস্তা গাড়িটিকে তাড়া করে এসে ফের গাড়ির পিছনের অংশকে ঘিরে রেখেছে। পরে যদিও মৌমাছিগুলিকে সরিয়ে দেওয়া গিয়েছে। তবে গোটা বিষয়টিতে এখনও ঘোর কাটছে না ক্যারোল নামের সেই বৃদ্ধার।

English summary
Bees Chase Car For Over 24 Hours To Rescue Their Queen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X