For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মরণের পরেও 'জীবিত' থাকা যাবে ফেসবুকে!

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নিউ ইয়র্ক, ১৩ ফেব্রুয়ারি: মরণের পরেও সব কিছু শেষ হয় না! উদাহরণ? পৃথিবী থেকে চিরতরে বিদায় নেওয়ার পরও এ বার চালু রাখা যাবে ফেসবুক অ্যাকাউন্ট!

সম্প্রতি ফেসবুক ঘোষণা করেছে যে, কোনও ব্যক্তি যদি চান যে, মৃত্যুর পরও সক্রিয় থাকবে তাঁর অ্যাকাউন্ট, তা হলে তিনি সেটা করতেই পারেন। এর ফলে তাদের জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করছে ফেসবুক।

ককক

ব্যাপারটা কী রকম? বিমা বা ব্যাঙ্কে জমা মেয়াদি অর্থের ক্ষেত্রে 'নমিনি' পদ্ধতি চালু আছে। একইভাবে, ফেসবুক এ বার দিচ্ছে 'লিগাসি কনট্যাক্ট' নামে একটি সুবিধা। ধরা যাক, কোনও ব্যক্তি জীবিত থাকার সময় তাঁর কোনও বন্ধু বা আত্মীয়কে 'লিগাসি কনট্যাক্ট'-এর সুবিধা দিলেন। এক্ষেত্রে তাঁর প্রয়াণ ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি ওই অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন। প্রোফাইলের ছবি, কভার ফটো পরিবর্তন, কমেন্ট পোস্ট করা সবই করা যাবে। তবে 'মৃত' স্ট্যাটাস আগে দিয়ে দিতে হবে। তা হলে মৃত ব্যক্তির হয়ে অন্যজন অ্যাকাউন্ট ব্যবহার করলেও তা বেআইনি বলে ঘোষিত হবে না।

এখন শুধু আমেরিকায় এই সুবিধা মিলছে। খুব শীঘ্র সারা পৃথিবীতে সব ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

English summary
Be on Facebook even after death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X