For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশে বিডিনিউজ২৪ 'ব্লক' করার সরকারি নির্দেশনা

বাংলাদেশে অন্যতম শীর্ষ অনলাইন সংবাদ-পোর্টাল বিডিনিউজ২৪ বলছে, তাদের সাইট ব্লক করে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ইন্টারনেট সেবা-দানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • By Bbc Bengali

বিডিনিউজের বার্তা সম্পাদক মনিরুল ইসলাম বিবিসিকে বলেছেন, আজ (সোমবার) বিকলে সাড়ে পাঁচটার দিকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পক্ষ থেকে আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) প্রতিষ্ঠানগুলোকে ই-মেল করে তাদের দুটো ডোমেনই ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশে বিডিনিউজ২৪ ব্লক করার সরকারি নির্দেশনা

তিনি জানান, মোবাইল ফোন অপারেটরদেরও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

দুই বাক্যের ছোটো ই-মেল বার্তাটি বিডিনিউজ তাদের সাইটে প্রকাশ করে দিয়েছে। সেখানে বিটিআরসি কোনো কারণ উল্লেখ করেনি।

এ ব্যাপারে এখন পর্যন্ত বিটিআরসির কাছ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিডিনিউজের বার্তা সম্পাদক মনিরুল ইসলাম বলেন, তাদের নিজেদের সূত্রে এই ই-মেল নির্দেশনাটি পেয়ে তারা "বিস্মিত" হয়েছেন।

"আমাদের কিছু জানানো হয়নি। বুঝতেই পারছি না কী হয়েছে।"

এই খবরটি লেখার সময় পর্যন্ত বাংলাদেশে বিডিনিউজ২৪ সাইটে ঢোকা যাচ্ছিল। তবে মনিরুল ইসলাম জানিয়েছেন, তাদের মোবাইল সাইটে অনেকে ঢুকতে পারছেন না।

English summary
BD News24 site blocked on govt order in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X