For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্মিংহ্যামে মা দুর্গার পুজোর বাঁশি বাজে, মনে পড়ে দেশের কথা

সূদূর ইংল্যান্ডের বার্মিংহ্যাম। বাঙালি সোসাইটির উদ্যোগে দেশের বাইরে বসে মা দুর্গার আরাধনার আসর

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

'বাজলো তোমার আলোর বেণুর 'সঙ্গে পুজোর রেশ ছুঁয়ে যায় সারা পৃথিবীর বাঙালিদের। বাংলা, বাংলার বাইরে দেশ, দেশের বাইরে বিদেশ বাঙালিরা দুর্গাপুজো করবেই।

বার্মিংহ্যামে পুজোর আসর

বার্মিংহ্যামে পুজোর আসর

প্রতিবারের মত এবারও বার্মিংহ্যামে বাঙালি সমিতি আয়োজন করেছিল দুর্গাপুজোর। ইংল্যান্ডে কর্মসূত্রে বহুবছর ধরে রয়েছে মাহেশ্বরী পরিবার।

মা আনন্দ এনেছেন

মা আনন্দ এনেছেন

অমিত মাহেশ্বরী তাঁর স্ত্রী নন্দিনী মাহেশ্বরী এবং তাদের মেয়ে অন্বেষা মাহেশ্বরী সকলেই এবছরের পুজো চেটেপুটে আনন্দ করে নিয়েছেন।

আজও অম্লান দেশের স্মৃতি

আজও অম্লান দেশের স্মৃতি

৭ বছর দেশের বাইরে। তবুও আজও পুজো এলে প্রথম মনে পড়ে দেশের কথা। কারণ দেশের পুজোর যা স্বাদ তা আর কোথাও হয় না মনে করেন মাহেশ্বরী পরিবার। পরিবারের সকলকে ছাড়া কী উৎসব হয়।

মাতৃ আরাধনা

মাতৃ আরাধনা

কিন্তু বার্মিংহ্যামের এই পুজোয় এতটাই একাত্মতা যে দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠেন তাঁরা। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। দেশের মত ষষ্ঠী থেকে পাঁচদিন ধরেই হয় পুজো।

শ্রেষ্ঠ উৎসব

শ্রেষ্ঠ উৎসব

মেলা হয় না কিন্তু পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসেছিল বার্মিংহ্যামে। লক্ষ্মীনারায়ণ মন্দিরে বসে মাতৃ আরাধনার আসর। সব মিলিয়ে শ্রদ্ধার্ঘ্য ও সংস্কৃতির মিশেলে পাঁচদিন ধরে জমে ওঠে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।

English summary
Barmingham's durga puja is heart touching and full of warmth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X