For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্সেলোনায় জঙ্গি হামলায় সন্দেহভাজনকে এনকাউন্টারে মারল পুলিশ

স্প্যানিশ পুলিশের হাতে অবশেষে খতম হল বার্সেলোনায় ভ্যান নিয়ে জঙ্গি হামলা চালানো সন্দেহভাজন জঙ্গি। লাস রামব্লাসে ভ্যান নিয়ে হামলা চালিয়ে ১৩ জনকে মেরে ফেলেছিল ওই ব্যক্তি।

  • |
Google Oneindia Bengali News

স্প্যানিশ পুলিশের হাতে অবশেষে খতম হল বার্সেলোনায় ভ্যান নিয়ে জঙ্গি হামলা চালানো সন্দেহভাজন জঙ্গি। লাস রামব্লাসে ভ্যান নিয়ে হামলা চালিয়ে ১৩ জনকে মেরে ফেলেছিল ওই ব্যক্তি। তাকেই খুঁজে বের করে এনকাউন্টারে মারল পুলিশ।

নিহতের নাম ইউনেস আবোয়ায়ুব। সেই ভ্যান চালিয়ে গত বৃহস্পতিবার বার্সেলোনায় হামলা চালায়। এই খবর প্রথমে কাতালোনিয়া পুলিশের তরফে টুইটারে প্রকাশ করা হয়। পরে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি ফের জনসমক্ষে আনা হয়।

বার্সেলোনায় জঙ্গি হামলায় সন্দেহভাজনকে এনকাউন্টারে মারল পুলিশ

পুলিশ জানিয়েছে, বার্সেলোনায় হামলার পরে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এবং মোট আটজন জঙ্গিকে এনকাউন্টারে খতম করা হয়েছে। ইউনেসকে ট্রেন স্টেশনে দেখতে পায় পুলিশ। ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে নিশ্চিত করা হয় সে এই ঘটনায় জড়িত রয়েছে।

পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করে ইউনেস। একটি আঙুর খেত থেকে তাকে বের করা হয়। সে একটি বেল্ট পেটে বেঁধে ছিল। পুলিশ দেখেই আল্লাহু আকবর বলে চেঁচিয়ে বিস্ফোরণের ভয় দেখাতে থাকে। তবে পরে দেখা যায় শরীরা বাঁধা বেল্টে কোনও বিস্ফোরক নেই। কাতালান পুলিশ জানিয়েছে, বার্সোলোনা হামলায় এই ইউনেসই একমাত্র জীবিত জঙ্গি ছিল। তাকেও এনকাউন্টারে খতম করা হয়েছে।

English summary
Barcelona terror attack suspect fatally shoot by Spanish police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X