For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ফোন ব্যাঙ্কিং'-এ বাইডেনের হয়ে প্রচারে ওবামা, ফোন ধরেই 'প্যানিক অ্যাটাক' তরুণীর

'ফোন ব্যাঙ্কিং'-এ বাইডেনের হয়ে প্রচারে ওবামা, ফোন ধরেই 'প্যানিক অ্যাটাক' তরুণীর

Google Oneindia Bengali News

প্রথম থেকেই বাইডেনের সমর্থন জানিয়েছেন বারাক ওবামা। ভোটের দিনও তাই করেেছন তিনি। বাইডেনের হয়ে ভোটের দিনও প্রচার করেন ওবামা। ফোন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তিনি প্রচার করছিলেন এদিন। হঠাৎ তাতে ছন্দোপতন ঘটান এক তরুণী। প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার ফোন কল পাওয়া মাত্রই প্যানিক অ্যাকাট হয় তাঁর। যদিও শেষ পর্যন্ত প্রায় ২ মিনিট তরুণীর সঙ্গে কথা বলেন ওবামা।

বাইডেনের হয়ে প্রচারে ওবামা

বাইডেনের হয়ে প্রচারে ওবামা

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এখন প্রায় শেষ লগ্নে। সকাল থেকেই বাইডেনের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। ফোন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। ফোন কল করে ভোটারদের বাইডেনের হয়ে ভোট দেওয়ার কথা বলছেন তিনি। সকাল থেকেই চলছে ফোন ব্যাঙ্কিং।

ওবামার ফোনে প্যানিক অ্যাটাক

ওবামার ফোনে প্যানিক অ্যাটাক

মার্কিন প্রেসিডেন্টের ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে প্যানিক অ্যাটাক হয় বারাক ওবামার। সদ্য মা হয়েছেন তরুণী। আট মাসের পুত্র সন্তান রয়েছে তাঁর। ওবামার ফোন পাওয়ার পর প্রথমে কথা বলতে পারেননি তিনি। হৃদস্পন্দন যেন থমকে গিয়েছিল। সেই ঘোর কাটাতে মিনিট দুয়েক কথা বলতে হয় ওবামাকে। পরে নিজের টুইটারে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন তরুণী। শুধু তরুণীকেই নয় ওবামা তাঁর পরিবারের সকলকেও জো বাইডেনকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছে। তরুণী জানায় তাঁর আট মাসের সন্তানও কথা বলতে চান ওবামার সঙ্গে। সঙ্গে সঙ্গে ওবামাও কথা বলেন শিশুটির সঙ্গে।

আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন

আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন

এদিকে আজ জোর কদমে শুরু হয়ে গিয়েছে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। আগেই সিংহভাগ ভোট পড়ে গিয়েছে। তার মধ্যে ১০ কোটি ভোট পড়েছে পোস্টাল ব্যালটে। মাত্র ৬ কোটি ভোটার ভোট দেবেন আজ। আর্লি ভোটিং বেশি পড়ায় উদ্বেগে রয়েছে ট্রাম্প শিবির। করোনা সংক্রমণের আশঙ্কাতেই বেশি ভোট পড়েছে আমেরিকায়।

ক্ষমতায় কে

ক্ষমতায় কে

হোয়াইট হাউসে থাকতে হসে ২৭০টি ভোট পেতে হবে ট্রাম্প অথবা বাইডেনকে। আর্লি ভোটিং তাই বেশি ভাবাচ্ছে ট্রাম্প শিবিরকে। করোনা সংক্রমণের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে। বাইডেন শিবির অনেকটাই নিশ্চিন্তে রয়েছে। যদিও ট্রাম্প বা বাইডেন যিনিই ক্ষমতায় আসুন না কেন ভারতের তাতে কোনও চাপ নেই। উল্টে চাপ বাড়বে চিনের।

উপনির্বাচন ১০ রাজ্যে: কমল বনাম চৌহান যুদ্ধ থেকে মোদীগড়ের লড়াইয়ের আপডেট একনজরে উপনির্বাচন ১০ রাজ্যে: কমল বনাম চৌহান যুদ্ধ থেকে মোদীগড়ের লড়াইয়ের আপডেট একনজরে

English summary
Barak Obama campaign for Joe Biden in phone banking in 2020 US Presidential election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X