For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১.৮০ কোটি ডলার খরচে ২২টি বিলাসবহুল ছুটি কাটিয়েছেন ওবামা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ওবামা
ওয়াশিংটন, ২৫ ফেব্রুয়ারি: বারাক ওবামা নিজে বারবার বলেন, সরকারের খরচ কমাতে হবে। দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। অথচ এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় তিনি যে ২২টি ছুটি কাটিয়েছেন, সেই বাবদ খরচ হয়েছে অন্তত এক কোটি আশি লক্ষ ডলার। এই খবর দিয়েছে 'দ্য ওয়াশিংটন এগজামিনার'।

মার্কিন যুক্তরাষ্ট্রের কোষাগার ঘাটতি ক্রমশ বাড়ছে। কাটছাঁট হচ্ছে বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রকল্পে। এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বারাক ওবামার এহেন বিলাসবহুল অবকাশ যাপন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও হোয়াইট হাউস এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি।

ছুটিতে বেড়াতে যেতে ভালোবাসেন বারাক ওবামা। সপরিবারে। হাওয়াই দ্বীপপুঞ্জ, স্পেন, কলোরাডো, আফ্রিকা বিভিন্ন জায়গায় ২২টি ছুটি কাটিয়েছেন তিনি। এ তো আমার-আপনার মতো সাদামাটা ছুটি কাটানো নয়। আমেরিকার রাষ্ট্রপতি বলে কথা। গোটা হোয়াইট হাউসই যেন উঠে চলে ওবামার সঙ্গে। রাষ্ট্রপতির নিরাপত্তা, আমোদপ্রমোদের ব্যবস্থা, বিশ্বের সেরা সুরা পরিবেশন, বিলাসবহুল জাহাজে ক্রুজ ইত্যাদি তো রয়েছেই।

যেমন ওবামার ছুটি কাটানোর জায়গায় শুধু এয়ার ফোর্স আর গোয়েন্দাবাহিনী মোতায়েন করতেই খরচ হয়েছে ২৪১৭,৫৯৫.৪৭ ডলার! স্পেনে ছুটি কাটাতে গিয়ে ওবামা দম্পতি খরচ করেছিলেন ৪৭৬,৫৮৫ ডলার। এমনও দিন গিয়েছে, যখন হাওয়াইয়ে ছুটি কাটাতে গিয়ে বারাক ওবামা ও স্ত্রী মিশেল ওবামা কেনাকাটা, ঘোরাঘুরি করে খরচ করে ফেলেছেন একদিনে ৮১,২৫৩ ডলার।

এর আগে জুনিয়র জর্জ বুশ যখন ক্ষমতায় ছিলেন, তখন তিনিও সরকারি পয়সা খরচ করে এলাহিভাবে ছুটি কাটাতেন। সমালোচনা কম হয়নি। বারাক ওবামা ক্ষমতায় এসে ঘাটতি কমানোর কথা বলায় মানুষ ভরসা পেয়েছিল। এখন দেখা যাচ্ছে, তিনিও কিছু কম যান না। ফলে কোষাগার ঘাটতি বা ফিসক্যাল ডেফিসিট কমানোর ব্যাপারে বারাক ওবামার উপদেশ দেওয়া নৈতিকভাবে আর সাজে না বলে মনে করছে বিভিন্ন মহল।

English summary
Barack Obama's 22 vacations have cost USD 18 million to the exchequer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X