For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাল বাংলাদেশের নির্বাচন, ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে পুলিশ

Google Oneindia Bengali News

কাল বাংলাদেশের নির্বাচন, ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে পুলিশ
ঢাকা, ৪ ডিসেম্বর : আগামীকাল বাংলাদেশের সাধারণ নির্বাচন। তার আগেই শনি ও রবি ৪৮ ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল বিএনপি। বন্ধের প্রথম দিনে অশান্তি অব্যাহত।

নির্বাচনের আগে ইতিমধ্যেই ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে আওয়ামি লিগ জোট। অন্যদিকে বিএনপি জোট এই সংসদীয় নির্বাচনকে সম্পর্ণরুপে বয়কট করেছে। বাকি আসনে ভোট যাতে না হয় তার জন্য উঠে পড়ে লেগেছে বিএনপি-জামাত জোট।

অবশিষ্ট ১৪৭টির মধ্যে ৮০টি আসনই অত্যন্ত সংবেদনশীল

আজ সকালে নাটোর স্টেশনে বিএমনপি ও আওয়ামী লিগের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন। আগুন লাগানো হয়েছে বেশ কয়েকটি ভোটকেন্দ্রে। চট্টগ্রাম, ফেনী, দিনাজপুর, রাজশাহি, পিরোজপুর, লক্ষ্মীপুর-সহ ১৮টি জেলায় চলেছে তাণ্ডব। শুধু ফেনীতেই আগুন দেওয়া হয়েছে পাঁচটি ভোটকেন্দ্রে।

এই পরিস্থিতিতে ভোটারদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। নির্বাচনকে ঘিরে যে কোনও মুহূর্তে বড়রকমের হিংসাত্মক ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় ঢাকা-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে রেখেছে সেনা ও আধা-সামরিক বাহিনী৷

পাশাপাশি, সরকারকে স্বস্তি দিয়ে আসন্ন এশিয়া কাপ বাংলাদেশ থেকে না সরানোর সিদ্ধান্ত নিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ২৫ ফেব্রুয়ারি থেকে পূর্বনির্ধারিত দিন অনুযায়ী এই টুর্নামেন্ট শুরু হবে বলেও জানানো হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে।

English summary
Bangladesh vote unlikely to stem wave of violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X